Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১৭, ২০২৪

এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে আবার ইতিহাস ভারতীয় মহিলা দলের

আরম্ভ ওয়েব ডেস্ক
এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে আবার ইতিহাস ভারতীয় মহিলা দলের

এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে আগেই পদক নিশ্চিত করে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা দল। এবার সোনা জয়ের দিকে আরও একধাপ এগিয়ে গেল। জাপানকে ৩–২ ব্যবধানে হারিয়ে প্রথমবারের জন্য এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল ভারতীয় মহিলা দল।
শুক্রবার কোয়ার্টার ফাইনালে হংকংকে ৩–০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠার পাশাপাশি পদক নিশ্চিত করেছিলেন সিন্ধুরা। অন্য কোয়ার্টার ফাইনালে চিনকে হারিয়েছিল জাপান। কোয়ার্টার ফাইনালে হংকংয়ের বিরুদ্ধে দুর্দান্ত খেলেছিলেন চোট সারিয়ে চার মাস পর কোর্টে ফেরা পিভি সিন্ধু। কিন্তু সেমিফাইনালে জাপানের বিরুদ্ধে একেবারেই জ্বলে উঠতে পারেননি।
এদিন সেমিফাইনালে জাপানের বিরুদ্ধে প্রথম সেমিফাইনাল খেলতে নেমেছিলেন সিন্ধু। ওহোরির কাছে ২১–১৩, ২২–২০ ব্যবধানে হেরে যান। ১–০ ব্যবধানে পিছিয়ে পড়ে ভারত। এরপর ডাবলসে জলি ত্রিশার সঙ্গে জুটি বেঁধে খেলতে নামেন গায়েত্রী গোপীচাঁদ। জাপানের নমি মাৎসুয়ামা ও চিহারি সিডা জুটিকে ১ ঘন্টা ১৩ মিনিটের কঠিন লড়াইয়ে ২১•১৭, ১৬–২১, ২২–২০ হারিয়ে ১–১ করে।
ফিরতি সিঙ্গলসে অঘটন ঘটিয়ে ভারতে এগিয়ে দেন অস্মিতা চাহিলা। বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা নাওমি ওকুহারাতে ২১–১৭, ২১–১৪ ব্যবধানে হারিয়ে ভারতকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন। তানিশা ক্রাস্টো চোট পাওয়ায় ফিরতি ডাবলসে অশ্বিনী পোনাাপ্পার সঙ্গে জুটি বাঁধেন সিন্ধু। রেনা মিয়ায়ারু ও আয়াকো সাকুরামোতো জুইরক কাছে ২১–১৪, ২১–১১ ব্যবধানে হেরে যান সিন্ধুরা। ম্যাচের ফল দাঁড়ায় ২–২।
নির্ণায়ক ম্যাচে খেলতে নামেন আনলোম খারব। ৫২ মিনিটের কঠিন লড়াইয়ে বিশ্বের ২৯ নম্বর খেলোয়াড় নাৎসুকি নিদাইরাকে ২১–১৪, ২১–১৮ ব্যবধানে হারিয়ে ভারতকে ফাইনালে তোলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!