Advertisement
  • দে । শ
  • নভেম্বর ৫, ২০২৫

পূর্ব বর্ধমানে বিলের জলে মিলল বস্তা ভর্তি আধার

আরম্ভ ওয়েব ডেস্ক
পূর্ব বর্ধমানে বিলের জলে মিলল বস্তা ভর্তি আধার

এসআইআর আবহে বিলের জল থেকে উদ্ধার গোছা গোছা আধার কার্ড। বুধবার পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পিলা পঞ্চায়েতের ললিতপুর এলাকার ঘটনা। এলাকার একটি বিল থেকে উদ্ধার হয়েছে ওই আধার কার্ডগুলি। বিলটিতে প্রচুর কচুরিপানা জমেছিল। সেগুলি পরিস্কার করার সময় দেখা যায় একটি বস্তা। বস্তা জল থেকে তুলে সেটি খুলতেই চোখ কপালে ওঠার জোগাড়। বস্তার ভিতরে তাড়া তাড়া আধার কার্ড।

গতকাল থেকেই শুরু হয়েছে এসআইআর। আর তার পরের দিনই বিলের মধ্যে বস্তা বোঝাই আধার কার্ড উদ্ধারে এলাকায় জোর চাঞ্চল্য। এদিন সকালে স্থানীয় এলাকার বাসিন্দারা কেউ মাঠের কাজে, আবার কেউ বিলের পানা পরিষ্কারের কাজ করছিলেন। তখনই নজরে পড়ে বস্তাটি। প্রথমে বস্তাটিকে দেখে মৃতদেহ মনে হলেও, বস্তা খুলতেই দেখা গেল কয়েকশো আধার কার্ড। এলাকার বাসিন্দারা জানচ্ছেন, আধার কার্ডের ঠিকানা অনুযায়ী বেশিরভাগ আধার কার্ডই হামিদপুর, পিলা এলাকার মানুষজনদের। কীভাবে বিলের জলে এত আধার কার্ড এল তাই নিয়ে এলাকায় শুরু হয়েছে জোরদার চর্চা। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। আধার কার্ডগুলিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিল থেকে উদ্ধার আধার গুলো বৈধ কিনা তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!