Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২৭, ২০২৪

বজরংকে নির্বাসিত করল নাডা

আরম্ভ ওয়েব ডেস্ক
বজরংকে নির্বাসিত করল নাডা

অলিম্পিক পদকজয়ী কুস্তিগির বজরং পুনিয়েকে ৪ বছরের জন্য নির্বাসিত করল নাডা। মঙ্গলবারই তাঁকে নির্বাসিত করার কথা ঘোষণা করেছে জাতীয় ডোপ বিরোধী সংস্থা। এবছর মার্চ মাসে জাতীয় দলের ট্রায়ালের সময় ডোপ পরীক্ষার জন্য মূত্রের নমূনা দিতে অস্বীকার করায় তাঁকে নির্বাসনের কবলে পড়তে হল।

জাতীয় দল বাছাইয়ের জন্য ভারতীয় কুস্তি ফেডারেশন এবছর ১০ মার্চ ট্রায়ালের ব্যবস্থা করেছিল। ট্রায়ালের পর বজরং পুনিয়া ডোপ টেস্টের জন্য মূত্রের নমুনা দিতে অস্বীকার করেন। তাঁর দাবি ছিল, ডোপ টেস্টের জন্য মেয়াদ উত্তীর্ণ কিট নিয়ে গিয়েছিলেন জাতীয় ডোপ নিয়ন্ত্রক সংস্থার কর্তারা। মূত্রের নমুনা দিতে অস্বীকার করায় ২৩প্রিল তাঁকে সাময়িকভাবে সাসপেন্ড করে নাডা। এই শাস্তির বিরুদ্ধে আবেদন করেছিলেন বজরং। তারপর ৩১ মে পর্যন্ত শাস্তি স্থগিত করা হয়।

এর পরে ২৩ জুন বজরং পুনিয়াকে আবার শোকজ নোটিশ পাঠায় জাতীয় ডোপ বিরোধী সংস্থা। ১১ জুলাই নাডার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন বজরং। ২০ সেপ্টেম্বর এবং ৪ অক্টোবর শুনানিতে ডাকা হয়েছিল এই কুস্তিগিরকে। শুনানির পর নাডার ডোপিং প্যানেল ৪ বছেরের নির্বাসন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ৪ বছর বজরং কোনও প্রতিযোগিতায় নামতে পারবেন না এবং কোচিংও করাতে পারবেন না।

গত বছর চিনে হাংঝৌ এশিয়ান গেমসের সেমিফাইনালে হেরে গিয়েছিলেন বজরং পুনিয়া। ট্রায়াল ছাড়াই তিনি এশিয়ান গেমস খেলেছিলেন। শুধু তাই নয়, ব্রোঞ্জ পদকের ম্যাচেও জাপানি কুস্তিগির ইয়ামাগুচির কাছে ১০–০ ব্যবধানে পরাজিত হন পুনিয়া। তাঁর পরাজয়ের পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই ক্ষিপ্ত হয়ে ওঠেন। কারণ তিনি এশিয়ান গেমসে অংশগ্রহণের আগে কোনও প্রতিযোগিতায় অংশ নেননি। ট্রায়াল না দিয়ে এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে অন্তর্ভুক্ত করার জন্যও সমালোচনা হয়েছিল।

২০২০ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতেন বজরং।পদক জিতেছিলেন। ২০২২ সালে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন। পুরুষদের ৬৫ কেজি ওজন বিভাগের কানাডার এল ম্যাকলিনকে ৯–২ ব্যবধানে  পরাজিত করেন। কমনওয়েলথ গেমসে এটি পুনিয়ার টানা দ্বিতীয় সোনা, সামগ্রিকভাবে তৃতীয়। তবে এই সোনার পর বিশেষ কিছু করতে পারেননি তিনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!