- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১৫, ২০২৪
নির্বাসন ওঠায় আশঙ্কায়, বিশ্ব কুস্তি সংস্থাকে চিঠি সাক্ষী–বজরংদের
বেষ কয়েকটা শর্ত চাপিয়ে ভারতের কুস্তি ফেডারেশনের ওপর থেকে নির্বাসন তুলে নিয়েছে বিশ্ব কুস্তি সংস্থা। নির্বাসন উঠে যাওয়ার পর থেকে আবার আশঙ্কায় ভুগছেন ভারতের প্রতিবাদী কুস্তিগীররা। ভারতীয় কুস্তি ফেডারেশনের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি, এই মর্মে বিশ্ব কুস্তি সংস্থাকে চিঠি দিলেন বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা।
নির্বাসন উঠে যাওয়ায় ভারতীয় কুস্তিগীররা এখন থেকে দেশের পতাকাতলেই বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। তবে বজরং, সাক্ষীরা বিশ্ব কুস্তি সংস্থার কাছে আর্জি জানিয়েছেন ফেডারেশনের ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের নির্দেশ অগ্রাহ্য করে নবনির্বাচিত সভাপতি সঞ্জয় সিং অবৈধভাবে ফেডারেশন চালাচ্ছেন। বিশ্ব কুস্তি সংস্থাকে পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন বজরংরা। প্রসঙ্গত উল্লেখ্য, ফেডারেশনের নতুন কমিটিকে গতবছর ডিসেম্বরে নির্বাসিত করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। তিন সদস্যের অ্যাড হক কমিটির ওপর ফেডারেশনের কাজকর্ম দেখার ভার দিয়েছে।
প্রতিবাদী কুস্তিগীররা চিঠিতে অভিযোগ করেছেন, অ্যাড হক কমিটির ওপর ফেডারেশনের কাজকর্ম দেখাশোনার দায়িত্ব থাকলেও কুস্তি সংস্থার কর্তারা কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককের নির্দেশ অমান্য করে প্রতিযোগিতার আয়োজন করছে। ফেডারেশনের নির্বাসিত কর্তারা কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ও কুস্তিগীরদের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন। এই সংক্রান্ত নথিও পেশ করা হয়েছে। প্রতিবাদী কুস্তিগীররা চিঠিতে আরও জানিয়েছেন, ফেডারেশনের ওপর থেকে নির্বাসন উঠে যাওয়ায় কর্তারা কুস্তিগীরদের হুমকি দিয়ে হেনস্থা করতে পারেন।
❤ Support Us