- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ২৭, ২০২৪
জাতীয় দল নির্বাচন, প্রতিবাদী কুস্তিগীরদের ট্রায়ালে ডাকল ফেডারেশন

প্রতিবাদী কুস্তিগীর বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট, সাক্ষী মালিকদের সঙ্গে কি সমঝোতায় আসতে চলেছে ভারতীয় কুস্তি ফেডারেশন? তেমনই ইঙ্গিত। ২০২৪ প্যারিস অলিম্পিক বাছাই পর্বসহ এশিয়ার দুটি শীর্ষ প্রতিযোগিতায় দল নির্বাচনের জন্য বজরং, ভিনেশ, সাক্ষীদের ট্রায়ালে ডাকল ভারতীয় কুস্তি ফেডারেশন। ১০–১১ মার্চ দিল্লিতে এই ট্রায়াল অনুষ্ঠিত হবে।
এবছর কিরঘিজস্তানে অনুষ্ঠিত হবে সিনিয়র এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ ও ২০২৪ প্যারিস অলিম্পিকের জন্য এশিয়ান কোয়ালিফায়ার টুর্নামেন্ট। কিরঘিজস্তানের বিশকেকে ১১–১৬ এপ্রিল পর্যন্ত সিনিয়র এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ এবং ১৯–২১ এপ্রিল একই ভেন্যুতে এশিয়ান অলিম্পিক গেমস কোয়ালিফায়ার টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এই দুটি প্রতিযোগিতার জন্য জাতীয় দল নির্বাচন করা হবে। দল নির্বাচনের জন্য ট্রায়ালের আয়োজন করেছে ভারতীয় কুস্তি ফেডারেশন। সেই ট্রায়ালে প্রতিবাদী কুস্তিগীরদের ডাকা হয়েছে।
চলতি মাসের শুরুতে ভারতীয় কুস্তি ফেডারেশনেক ওপর থেকে নির্বাসন তুলে নিয়েছে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং। নির্বাসন তুলে নেওয়ার সময় যে শর্তগুলি দিয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদকারী কুস্তিগীরদের প্রতি বৈষম্য করা যাবে না।
ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট সঞ্জয় সিং এক বিবৃতিতে বলেছেন, ‘রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সমস্ত অনুমোদিত ইউনিটকে জানিয়েছি, সিনিয়র এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ ও ২০২৪ প্যারিস অলিম্পিকের জন্য এশিয়ান কোয়ালিফায়ার টুর্নামেন্ট, এই দুটি প্রতিযোগিতার জন্য ১০ ও ১১ মার্চ দিল্লির কেডি যাদব রেসলিং ইনডোর স্টেডিয়ামে ট্রায়াল অনুষ্ঠিত হবে। উল্লিখিত ট্রায়ালে অংশগ্রহণের জন্য সংযুক্ত তালিকা অনুসারে কুস্তিগীরদের অবহিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।’
ফেডারেশনের তালিকাতে পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইলে বজরং পুনিয়া, মহিলাদের ৫৫ কেজি বিভাগে ভিনেশ ফোগাট ও ৬২ কেজি বিভাগে সাক্ষী মালিকের নাম রয়েছে। সঞ্জয় সিং প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় হতাশায় খেলা ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন সাক্ষী। এখন দেখার তিনি ট্রায়ালে অংশ নেন কিনা। তিন প্রতিবাদী কুস্তিগীর পুনেতে ভারতীয় কুস্তি ফেডারেশন আয়োজিত জাতীয় প্রতিযোগিতায় অংশ নেয়নি। তার পরিবর্তে চলতি মাসের শুরুতে জয়পুরে অ্যাড–হক কমিটি দ্বারা পরিচালিত জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন।
❤ Support Us