- Uncategorized প্রচ্ছদ রচনা
- এপ্রিল ৭, ২০২২
বল সুপ্রিম কোর্টেরই হাতে। অনাস্থার বৈধতা নিয়ে আজ সন্ধ্যায় আবার বসছে উচ্চতম ন্যায়ালয়।

আজ বৃহস্পতিবার বিরোধীদের অনাস্থা নিয়ে শুনানির রায়ে পাকিস্তানে সুপ্রিম কোর্ট বলল, অনাস্থা পেশ করার মুহূর্তে আইনকে লঙ্ঘন করা হয়েছে ।
সংসদের ডেপুটি স্পিকার ভুল করেছেন । আজ একথা উল্লেখ করে উচ্চতম আদালত প্রধানমন্ত্রী ইমরান খানকে জাতীয় পরিষদ ভেঙ্গে দেওয়ার নির্দেশ দিয়ে এবং নতুন নির্বাচন ডাকার নির্দেশ দিয়েছে ।ইমরান খান বলেছিলেন, ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু নির্বাচন কমিশন বলেছে, এত কম সময়ের মধ্যে দেশ জুড়ে ভোট করানো সম্ভব নয়।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল বলেছেন, আমরা আজ সন্ধ্যা সাড়ে সাতটায় চূড়ান্ত রায় ঘোষণার জন্য পুনরায় বসব এবং সিদ্ধান্ত জানিয়ে দেব ।
প্রধান বিচারপতি বন্দিয়াল আগে বলেছিলেন, আদালত কেবল সংসদের ডেপুটি স্পিকারের ক্রিয়াকলাপের বৈধতার উপর রায় দেবে। এবার সমস্ত প্রক্রিয়া নিয়েই উচ্চতম বিচারালয় কী রায় ঘোষণা করে সেদিকে সবার চোখ ছুটছে।বিরোধীদের অনাস্থা ও জাতীয় সংসদ ভেঙ্গে দেওয়ার পর পাকিস্তানি রাজনীতি নতুন দিকে মোড় নিয়েছে। ইমরান খান আবোল-তাবোল বকছেন। কখনও বলছেন তাঁকে সরাতে বিদেশি শক্তি সক্রিয় হয়ে উঠেছে, আবার কখনও রাজনৈতিক অস্থিরতার জন্য সামরিক কর্তূত্বকে দায়ী করছেন । জন্মলগ্ন থেকে যে সঙ্কট পাকিস্তানের সঙ্গী, সেটি এখনও সংক্রামক রোগের মতো রাজনীতিতে, আমলাতন্ত্রে এবং নেপথ্যের নিয়ন্ত্রক সামরিক শক্তির অস্থিত্বে ছড়িয়ে আছে । অবিলম্বে ভোট সম্ভব কি না, সেটা পরিস্কার নয়। জটিলতা বাড়লে সামরিক বাহিনীকে হয়তো আবার হস্তক্ষেপ করতে হবে। ইমরান খানের পক্ষে তদারকি প্রধানমন্ত্রী হওয়া সম্ভব নয়। বিরোধীরা মানবে না। অন্তবর্তী সর্বোচ্চ প্রশাসনিক প্রধান কে হবেন, তা অনিশ্চিত।
ইমরান খান অভিযোগ করেছেন,বিরোধীরা মার্কিন যুক্তরাষ্ট্রের যোগসাজশে অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু রাশিয়া এবং চিন তাঁর বিরোধিতা করবে না । নির্বাচনে তাঁর দল একাই লড়বে এবং ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশ পরিচালনার দায়িত্বে ফিরে আসবে ।
❤ Support Us