Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ২২, ২০২৪

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইনিংস হার বাঁচানোর লড়াই বাংলাদেশের

আরম্ভ ওয়েব ডেস্ক
মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইনিংস হার বাঁচানোর লড়াই বাংলাদেশের

ঘরের মাঠে স্পিনিং উইকেট বানিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় তুলে নেওয়ার পরিকল্পনা ছিল বাংলাদেশের। এখন তাদের সামনে ম্যাচ বাঁচানোর লড়াই। ইনিংস পরাজয় এড়াতে বাংলাদেশের এখনও প্রয়োজন ১০১ রান। হাতে ৭ উইকেট। ক্রিজে লড়াই করছেন ওপেনার মামুদুল হাসান জয় ও মুশফিকুর রহিম।
বাংলাদেশের ১০৬ রানের জবাবে প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকা তুলেছিল ৬ উইকেটে ১৪০। ক্রিজে ছিলেন কাইল ভেরেইনে (‌১৮)‌ ও উইয়ান মুলডার (‌১৭)‌। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট স্বপ্ন দেখেছিল তাইজুল ইসলামের হাত ধরে দ্রুত দক্ষিণ আফ্রিকাকে শেষ করে দেওয়ার। সেই স্বপ্ন অবশ্য পূরণ হয়নি। বাংলাদেশের সামনে বাধা হয়ে দাঁড়ান কাইল ভেরেইনে ও উইয়ান মুলডার। সপ্তম উইকেটের জুটিতে দুজনে তোলেন ১১৯ রান।
তাইজুল ইসলামকে ঘিরে স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। এই বাঁহাতি স্পিনার এদিন অবশ্য জ্বলে উঠতে পারেননি। ২২৭ রানের মাথায় জুটি ভাঙেন জোরে বোলার হাসান মাহমুদ। তুলে নেন মুলজারকে (‌৫৪)‌। পরের বলেই ফেরান কেশব মহারাজকে (‌০)‌। মনে হচ্ছিল দ্রুত গুটিয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। কিন্তু নবম উইকেটে ভেরেইনের সঙ্গে রুখে দাঁড়ান ডেন পিয়েট। পিয়েটকে সঙ্গে নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন ভেরেইনে। ৩২ রান করে আউট হয় পিয়েট। অন্যদিকে, ১১৪ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন ভেরেইনে। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসোএ তোলে ৩০৮। এদিন তাইজুল (‌৫/‌৬৩)‌ কোনও উইকেট পাননি। ৬৬ রানে ৩ উইকেট নেন হাসান মাহমুদ, ৬৩ রানে ২ উইকেট মেহিদি হাসান মিরাজের।
১০২ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারেই ৩ বলের ব্যবধানে শাদমান ইসলাম (‌১)‌ ও মোমিনুল হককে (‌০)‌ তুলে নেন কাগিসো রাবাদা। এরপর নাজমুল হোসেন শান্তকে (‌২৩)‌ ফেরান কেশব মহারাজ। দিনের শেষে ৩৮ রান করে মাহমুদুল হাসান ও ৩১ রান করে মুশফিকুর রহিম ক্রিজে রয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!