Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ৪, ২০২৪

১৫ বছর পর ক্যারিবিয়ানদের মাটিতে আবার টেস্ট জয় বাংলাদেশের

আরম্ভ ওয়েব ডেস্ক
১৫ বছর পর ক্যারিবিয়ানদের মাটিতে আবার টেস্ট জয় বাংলাদেশের

প্রথম টেস্টে হেরেও দুর্দান্ত প্রত্যাবর্তন। ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টেস্টে ১০১ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ। সিরিজ অমীমাংসিত ভাবে শেষ হল। ১৫ বছর পর ক্যারিবিয়ানদের মাটিতে আবার টেস্ট জয় বাংলাদেশের। রানের হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে ২০০৯ সালে সেন্ট ভিনসেন্টে ৯৫ রানে জিতেছিল। প্রথম ইনিংসে ২০০ রানের কমে অল আউট হয়েও এই প্রথম টেস্ট জিতল বাংলাদেশ।

দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। ১৬৪ রানের গুটিয়ে যায় প্রথম ইনিংস। জবাবে ওয়েস্ট ইন্ডিজ তোলে ১৪৬। ১৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ তোলে ২৬৮। সর্বোচ্চ রান করেন জাকের আলী ৯১। সাদমান ইসলাম করেন ৪৬। আলজারী জোসেফ ও কেমার রোচ ৩টি করে উইকেট নেন।

জয়ের জন্য ২৮৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই মিকেল লুইসের (৬) উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ৫৭ রানের মাথায় আউট হন কেসি কার্টি (১৪)। এরপর অধিনায়ক ব্রেথওয়েট (৪৩) ও কাভেম হজ (৫৫) সাময়িক প্রতিরোধ গড়ে তোলেন। ব্রেথওয়েটকে তুলে নিয়ে জুটি ভাঙেন তাইজুল ইসলাম। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ক্যারিবিয়ানরা। জাস্টিন গ্রেভস (২০) ছাড়া আর কেউ রান পাননি। ১৫৫ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান ইনিংসে ধস নামান তাইজুল ইসলাম। ৫০ রানে ৫ উইকেট নেন। ২টি করে উইকেট নেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

২০০৯ সালে গ্রেনাডা টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশের এটাই প্রথম জয়। সে বছর ভাঙা ওয়েস্ট ইন্ডিজকে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। চলতি বছরে মোট ৪টি টেস্ট জিতল বাংলাদেশ। এর আগে পাকিস্তানের বিরুদ্ধে দুটি ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট জিতেছিল। ২ ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল ইসলাম ম্যাচের সেরা হয়েছেন। যৌথভাবে সিরিজের সেরা তাসকিন আহমেদ ও জেইডেন সিলস।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!