Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ২৪, ২০২২

নেদারল্যান্ডকে হারিয়ে টি২০ বিশ্বকাপে সফর শুরু বাংলাদেশের

আরম্ভ ওয়েব ডেস্ক
নেদারল্যান্ডকে হারিয়ে টি২০ বিশ্বকাপে সফর শুরু বাংলাদেশের

সোমবার নেদারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে টি২০ বিশ্বকাপে মোট ১৯টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। জয় পেয়েছিল মাত্র ৪টিতে। তাও আবার সবকটাই প্রথম রাউন্ডে। এর আগে দ্বিতীয় রাউন্ডে উঠলেও সুপার সিক্স, সুপার এইট কিংবা সুপার টুয়েলভের ম্যাচে কখন জয়ের স্বাদ পায়নি। এদিন নেদারল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে প্রথম ম্যাচ জিতে ইতিহাস তৈরি করল বাংলাদেশ। বাংলাদেশের জয়ের নায়ক জোরে বোলার তাস্কিন আমেদ। জীবনের সেরা বোলিং করে ২৫ রানে ৪ উইকেট তুলে নিয়ে দলের জয়ের রাস্তা প্রশস্ত করে দেন। ইনিংসের প্রথম ২ বলে ২ উইকেট তুলে নিয়ে নেদারল্যান্ডের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন। প্রথমে ব্যাট করে বাংলাদেশ তুলেছিল ১৪৪/‌৮। জবাবে ২০ ওভারে ১৩৫ রানে শেষ হয়ে যায় হল্যান্ডের ইনিংস। বাংলাদেশের জয় ৯ রানে।

বৃষ্টির ভ্রূকূটি উপেক্ষা করে এদিন হোবার্টের বেলেরিভে ওভালে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান নেদারল্যান্ডের অধিনায়ক স্কট এডওয়ার্ড। ভাল শুরু করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। ওপেনিং জুটিতে ৫ ওভারে তোলেন ৪৩। ষষ্ঠ ওভারে বাংলাদেশকে প্রথম ধাক্কা দেন ভ্যান মেকেরেন। প্রথম বলেই তুলে নেন সৌম্যকে (‌১৪)‌। পরের ওভারে নাজমুল হোসেন শান্তকে ফেরান টিম প্রিঙ্গল, ২০ বলে ২৫ রান করে নাজমুল আউট হন।

বাংলাদেশের ব্যাটিং অনেকটাই নির্ভরশীল নাজমুল, লিটন, সাকিবদের ওপর। কিন্তু মিডল অর্ডারকে ভরসা দিতে পারেননি লিটন, সাকিবরা। নবম ও দশম, পরপর দু’ওভারে লিটন (‌১১ বলে ৯)‌ ও সাকিব (‌৯ বলে ৭)‌ আউট হতেই বাংলাদেশের বড় রানের স্বপ্ন শেষ হয়ে যায়। আফিফ হোসেন চেষ্টা করেছিলেন দলকে টানার। ২৭ বলে ৩৮ রান করে তিনি বাস ডি লিডের বলে আউট হন। নুরুল হাসান করেন ১৩। মোসাদ্দেক হোসেনের ১২ বলে অপরাজিত ২০ রানের সৌজন্যে শেষ পর্যন্ত লড়াই করার মতো জায়গায় পৌঁছয় বাংলাদেশ (‌১৪৪/‌৮)‌। নেদারল্যান্ডের হয়ে ভ্যান মেকেরেন ও বাস ডি লিড ২টি করে উইকেট নেন।

প্রথম রাউন্ডে নেদারল্যান্ডের জয়ের পেছনে অবদান ছিল টপ অর্ডার ব্যাটারদের সাফল্য। বাংলাদেশ বোলাররা এদিন সেই সুযোগ দেননি। প্রথম ওভারেই জ্বলে ওঠেন তাসকিন আমেদ। প্রথম বলেই তুলে নেন বিক্রমজিত সিংকে (০)। দ্বিতীয় বলে ফেরান বাস ডি লিডকে (০)। আকেরম্যান এসে হ্যাটট্রিক আটকান। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে মার্ক ও’ডাউড (৮) রান আউট হন। এক বল পরে টিম কুপারের (০) রান আউট চাপে ফেলে দেয় হল্যান্ডকে। ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সেই চাপ থেকে আর বেরিয়ে আসতে পারেনি। অধিনায়ক এডওয়ার্ড ২৪ বলে ১৬ রান করে আউট হন। একা লড়াই করেন আকেরম্যান। যদিও তাঁর সেই লড়াই কাজে আসেনি। তিনিও তাস্কিন আমেদের শিকার। ৪৮ বলে ৬২ রান করেন আকেরম্যান। শেষ দিকে আশা জাগিয়েছিলেন ভ্যান মেকেরেন (‌১৪ বলে ২৪)‌। কিন্তু দলকে জয়ের রাস্তায় পৌঁছে দিতে পারেননি। ১৫ রানে ২ উইকেট নেন হাসান মামুদ।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!