- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ১৯, ২০২৩
‘বউ যদি কাজ করে....’ বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচিত বাংলাদেশের তরুণ ক্রিকেটার তানজিম

এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে বাংলাদেশের জোরে বোলার তানজিম হাসান সাকিবের। অভিষেক ম্যাচেই দুর্দান্ত বোলিং করে সকলের নজর কেড়েছেন। তবে এই মুহূর্তে আলোচিত বিষয় তাঁর এক বিতর্কিত পোস্ট। কর্মজীবী মহিলাদের নিন্দা করে বিতর্কে জড়িয়ে পড়েছেন তানজিম হাসান।
One of Tanzim Sakib’s posts which is under the radar. pic.twitter.com/c58cZtCSLm
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 18, 2023
ভারতের বিরুদ্ধে বাংলাদেশের শেষ ম্যাচে ৮ বলে অপরাজিত ১৪ রান করার পর বল হাতে তুলে নেন ২ উইকেট। শেষ ওভারে বুদ্ধিদীপ্ত বোলিং করে দলকে জিতিয়েছিলেন। অভিষেক ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্সের পর সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন ২০ বছর বয়সী এই জোরে বোলার। আর সেই আলোচনার ফাঁকেই সোশ্যাল মিডিয়ায় তানজিমের ফেসবুক পেজের বেশ কিছু পুরোনো স্ট্যাটাস নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। এর মধ্যে কর্মজীবী নারীদের হেয় করে লেখা একটা স্ট্যাটাস নিয়ে সবথেকে বেশি সমালোচনা হচ্ছে।
২০২২ সালের ৯ সেপ্টেম্বর তানজিম নিজের ফেসবুক পেজে লিখেছিলেন, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর অধিকার নিশ্চিত হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের অধিকার নিশ্চিত হয় না, স্ত্রী চাকরি করলে তার সৌন্দর্য নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।’ তাঁর এই পোস্টগুলি প্রকাশ্যে আসার পর মহিলা অধিকার কর্মী ও নারীবাদীরা তুমুল সমালোচনায় ভরিয়ে দিয়েছেন তানজিমকে।
অন্য একটি পোস্টে তানজিম পুরুষদের সতর্ক করে লিখেছিলেন, তাদের ছেলেরা যদি বিশ্ববিদ্যালয়ে পুরুষ বন্ধুদের সাথে অবাধে মিশতে অভ্যস্ত একজন মেয়েকে বিয়ে করে সেই মহিলারা ‘নম্র’ মা হবে না। প্যারিসে বসবাসকারী নারীবাদী লেখিকা জান্নাতুন নঈম প্রীতি উল্লেখ করেছেন যে, ‘বাংলাদেশ দলের জার্সিগুলি যে কারখানায় তৈরি করা হয়েছিল সেখানকার শ্রমিকরা বেশিরভাগ মহিলা।’ তিনি তানজিমকে কটাক্ষ করে লিখেছেন, ‘আমি আপনার জন্য দুঃখিত যে, আপনি আপনার মাকে একজন সাধারণ মানুষ মনে করেন না।’
তানজিমের বিতর্কিত পোস্টগুলি নজরে আসার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড তানজিমের সঙ্গে কথা বলেছে। বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন ‘আমরা এই বিষয়টা নিয়ে এখনই কিছু বলতে চাইছি না। আমরা তানজিমের সঙ্গে কথা বলে তারপর জানাব। ওর একটা ভুল হয়েছে, আমরা সেই বিষয়টা ওর কাছ থেকেই জানতে চাইছি।’
❤ Support Us