Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ২৪, ২০২৩

ইতিহাস বাংলাদেশের, একদিনের ক্রিকেটে প্রথম ১০ উইকেটে জয়

আরম্ভ ওয়েব ডেস্ক
ইতিহাস বাংলাদেশের, একদিনের ক্রিকেটে প্রথম ১০ উইকেটে জয়

একদিনের ক্রিকেটে বড় ব্যবধানে জেতার কৃতিত্ব রয়েছে বাংলাদেশের। কিন্তু কোনও দলকে আগে কখনও ১০ উইকেটে হারাতে পারেনি। সেই কৃতিত্বও অর্জন করল বাংলাদেশ। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিল ১০ উইকেটে। একইসঙ্গে একদিনের সিরিজ ২–০ ব্যবধানে জিতে নিল বাংলাদেশ। বৃষ্টিতে তৃতীয় একদিনের ম্যাচ ভেস্তে গিয়েছিল। প্রথম একদিনের ম্যাচে আয়ারল্যান্ডকে ১৮৩ রানে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় একদিনের ম্যাচ বৃষ্টির জন্য পরিতক্ত হয়। ওই ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৫০ ওভারে তুলেছিল ৬ উইকেটে ৩৪৯।
সিরিজের প্রথম দুটি মষাচে টস জিতে আয়ারল্যান্ড বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল। দুটি ম্যাচেই বড় ইনিংস গড়েছিল বাংলাদেশ। তৃতীয় একদিনের ম্যাচেও টস জিতেছিল আয়ারল্যান্ড। এদিন আর ঝুঁকি নেয়নি। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাটিং নিয়েও সেই বিপর্যয়। বাংলাদেশের জোরে বোলারদের দাপটে মাথা তুলেই দাঁড়াতে পারেনি আয়ারল্যান্ড। দুরন্ত বোলিং করে আয়ারল্যান্ডের টপ অর্ডারে ভাঙন ধরান তরুণ জোরে বোলার হাসান মাহমুদ।
হাসান মাহমুদের দাপটে ১০ ওভারের মধ্যে মাত্র ২৬ রানে ৪ উইকেট হারায় আয়ারল্যান্ড। স্টিফেন ডোহেনি (‌৮)‌, পল স্টার্লিং (‌৭)‌, হ্যারি টেকটরকে (‌০)‌ তুলে নেন হাসান মাহমুদ। বলবির্নেকে (‌৬)‌ ফেরান তাসকিন আহমেদ। এরপর লোকার্ন টাকের (‌২৮)‌ ও কার্টিস ক্যাম্পারের (‌৩৬)‌ সৌজন্যে ১০০ রানে পৌঁছয় আয়ারল্যান্ড। ২৮.১ ওভারে ১০১ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। ৩২ রানে ৫ উইকেট নেন হাসান মাহমুদ। ২৬ রানে ৩ উইকেট তাসকিন আমেদের। এবাদত হোসেন ২৯ রানে নেন ২ উইকেট।
জয়ের জন্য ১০২ রানের লক্ষ্যে পৌঁছতে বাংলাদেশকে খুব বেশি বেগ পেতে হয়নি। মাত্র ১৩.১ কোনও উইকেট না হারিয়ে ১০২ রান তুলে সিরিজ জিতে যায় বাংলাদেশ। ৪১ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন তামিম ইকবাল। অন্যদিকে, ৩৮ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন লিটন দাস।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!