Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ১৪, ২০২৪

টি২০ বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের, নেতা নাজমুল হোসেন

আরম্ভ ওয়েব ডেস্ক
টি২০ বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের, নেতা নাজমুল হোসেন

অবশেষে টি ২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ। দল কোনও চমক নেই। প্রত্যাশামতোই অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তর হাতে। চোট থাকা সত্ত্বেও সহ–অধিনায়ক করা হয়েছে তাসকিন আমেদকে। তবে দলে জায়গা হয়নি জোরে বোলার অলরাউন্ডার সইফুদ্দিনের।

মঙ্গলবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন দল ঘোষণা করেন। এই প্রথম টি ২০ বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন তানভির ইসলাম, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তানজিদ হাসান। ২০২১ সালের পর আবার টি ২০ বিশ্বকাপ দলে ফেরানো হয়েছে মাহমুদউল্লাহকে। রিজার্ভ হিসেবে দলে নেওয়া হয়েছে জোরে বোলার হাসান মাহমুদ ও অলরাউন্ডার আফিফ হোসেন।
দলে সুযোগ পেয়েছেন:‌ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ–অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, তানভির ইসলাম, মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান।রিজার্ভ: হাসান মাহমুদ, আফিফ হোসেন।

বিশ্বকাপের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিন ম্যাচের প্রস্তুতি সিরিজ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের দলে রিজার্ভে থাকা দুই ক্রিকেটারই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সিরিজে খেলবেন। হিউস্টনে সিরিজের ম্যাচগুলি হবে ২১, ২৩ ও ২৫ মে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!