- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- ডিসেম্বর ২, ২০২২
আজ ১০ তম বাংলাদেশ বইমেলার উদ্বোধনে কলকাতায় দীপুমণি

আজ কলকাতায় এসেছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ড. দীপুমণি। এই উপমহাদেশের সুপরিচিত, উজ্জ্বল মুখ। আজ বিকেল তিনটেয়, কলেজ স্কোয়ার প্রাঙ্গনে ১০তম বাংলাদেশ বইমেলা উদ্বোধন করবেন তিনি। তাঁর সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
বাংলাদেশের রপ্তানি ব্যুরো, কলকাতায় বাংলাদেশের উপদূতাবাস আর বাংলাদেশের পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এই বইমেলা চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন মেলা প্রাঙ্গনে বহুমুখী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন উদ্যোক্তারা।
এক দশক জুড়ে, প্রধানত বাংলাদেশ উপদূতাবাসের উদ্যোগে বইমেলার এ আয়োজন কলকাতার সাংস্কৃতিক গর্বের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে। ঢাকা ও বাংলাদেশের অন্যান্য শহর থেকে প্রকাশিত বইপত্রের প্রচার আর বিক্রয় বৃদ্ধিতে যেমন পুস্তক সমিতি, তেমনি বাংলাদেশ রপ্তানি ব্যুরো আর বাংলাদেশের উপদূতাবাসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক কলকাতা বইমেলা আর ঢাকার একুশের বইমেলার প্রাক্কালে, কলকাতায় বাংলাদেশ বইমেলার বৈচিত্র প্রতিবছর বইপ্রেমীদের মাতিয়ে তোলে, ছড়িয়ে দেয় ভিন্নতর আমেজ। শুরুতেই সে আমেজে এবার প্রাণের হিল্লোল ছড়াবেন বাঙালির অখন্ড সংস্কৃতির দুই আপোসহীন প্রবক্তা দীপুমণি আর ব্রাত্য বসু।
❤ Support Us