Advertisement
  • খাস-কলম
  • জানুয়ারি ৩১, ২০২২

বাংলাদেশের স্থাপত্যে আরেক পালক।

সুলেমান হোসেইন
বাংলাদেশের স্থাপত্যে আরেক পালক।

আলোকচিত্রী: সুলেইমান হোসেইন ।

বিশ্ব সেরা নতুন ভবন-এর মর্যাদা পেল বাংলাদেশের সাতক্ষীরা জেলার একটি কমিউনিটি হাসপাতাল । এই স্বীকৃতি দিয়েছে রয়্যাল ইনস্টিটিউট অফ ব্রিটিশ আর্কিটেক্টস (আরআইবিএ) ।হাসপাতালটি দক্ষিণ-পশ্চিম সাতক্ষীরা জেলার শ্যামনগর গ্রামে অবস্থিত । এলাকাটি ঝড় এবং অন্যান্য প্রাকূতিক দুর্যোগের জন্য ঝুঁকিপূর্ণ।হাসপাতালটি সম্পূর্ণ আধুনিক স্থাপত্যে তৈরি । শয্যাসংখ্যা ৮০ । হাসপাতালের প্রধান স্থপতি কাশেফ চৌধুরী বলেছেন, স্থানীয় উপকরণ এবং স্থানীয় কারিগরদের নিযুক্ত করে হাসপাতালটি তৈরি হয়েছে। আশেপাশের এলাকার গ্রামবাসীরা আমাদের নিশ্চিত করেছেন, তাঁরা হাসাপাতালের নিরাপত্তা বজায় রাখবেন এবং তার রক্ষণাবেক্ষনের সমস্ত ব্যবস্থা গ্রহণ করবেন ।

হাসপাতালের অভ্যন্তরীণ রোগী এবং বহির্বিভাগের রোগীদের আলাদা করে রাখার জন্য হাসপাতালের ভেতর দিয়ে তৈরি হয়েছে একটি খাল । খালটি পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত এবং বিদ্যুৎ খরচ এড়াতে সাহায্য করবে ।

আমরা আঙ্গিনা, বাগান, পুল এবং গাছের একটি সিরিজ চালু করেছি । যা সবুজ আর সূর্যালোক প্রাচুর্যে সবসময় ভরপুর থাকবে ।
প্রকল্পটি ডিজাইন করার সময় জলবায়ু পরিবর্তনের প্রভাব অন্যতম প্রধান বিবেচ্য বিষয় ছিল । আমরা বুঝতে পারি কৃষি ল্যান্ডস্কেপ বদলাচ্ছে । সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির জন্য মানুষ চিংড়ি চাষের দিকে ঝুঁকছে। আমরা গ্রামবাসীদের পরামর্শে হাসপাতালের নকশা তৈরি করেছি ।

এর আগে এই উপমহাদেশে এরকম কোনো হাসপাতাল দেখা যায় নি। প্রকৃতির সঙ্গে পুরোপুরি মিশে গেল তার নির্মাণ কৌশল, চৌহদ্দির সৌন্দর্য আর গাছপালার বিন্যাস। নির্মাণে কৃত্রিম কোনো উপাদান ব্যবহার করা হয়নি । এমনি ইটগুলোও প্রাকৃতিক। পরিষ্কার, ঝকঝকে হাসপাতালের প্রাঙ্গন । সুন্দর এখানে এসে যেন থমকে দাঁড়ায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!