Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৩, ২০২৩

ঘুর্ণিঝড় মোকা-র তাণ্ডব ঠেকাতে প্রস্তুত বাংলাদেশ ও মায়ানমার। উপকূলবর্তী এলাকা থেকে পাঁচ লক্ষ মানুষকে সরানো হল

আরম্ভ ওয়েব ডেস্ক
ঘুর্ণিঝড় মোকা-র তাণ্ডব ঠেকাতে প্রস্তুত বাংলাদেশ ও মায়ানমার। উপকূলবর্তী এলাকা থেকে পাঁচ লক্ষ মানুষকে সরানো হল

চিত্র: সংবাদ সংস্থা

তীব্র গতিতে মায়ানমার – বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে মোকা। রবিবার দুপুরের দুটোর দিকে কক্সবাজার ও মায়ানমারের ক্যায়ুকপিউয়ের মাঝে ল্যাণ্ডফল হওয়্যার সম্ভাবনা রয়েছে। সে সময় ঝড়ের গতিবেগ থাকবে ১৭৫ কিমি। দেখা দিতে পারে প্রবল জলোচ্ছ্বাস । বাংলাদেশের কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের বেশ কয়েক জায়গায় ভূমিধস নামতে পারে বলে জানিয়েছেন আবহবিদেরা। সোমবার পর্যন্ত এ দুর্যোগ অব্যাহত থাকবে।

আবহবিদদের পূর্বাভাস, বাংলাদেশের দক্ষিণ-পূর্ব দিকে কক্সবাজার, মহেশখালী, টেকনাফ, সেন্ট মার্টিন দ্বীপ এলাকায় তাণ্ডব চালাবে মোকা। সুপার সাইক্লোনের মোকাবিলায় দেশের সরকার প্রস্তুত। বাংলাদেশে সরকার দেশের উপকূলবর্তী এলাকা সাধারণ মানুষকে সরিয়ে আনছে। এখনও পর্যন্ত পাঁচ লক্ষ মানুষকে সরিয়ে আনা সম্ভব হয়েছে বলে সরকারিভাবে জানান হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘূর্ণিঝড় আটকাতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে তার সরকার। প্রশাসন সূত্রে জানা গেছে, ভাষাণ চর অঞ্চলে ৫৫ টা আশ্রয় শিবির তৈরি করা হয়েছে। সেখানে আগে ৩০০০০ রোহিঙ্গার বাস ছিল তাঁদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া স্থানচ্যুতরা যাতে পর্যাপ্ত খাদ্য ও ঔষধ পায় তার ব্যবস্থা করেছে সরকার। পরিস্থিতির ভয়াবহতা অনুমান করে কক্সবাজার বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

মায়ানমার সরকারও প্রস্তুতি গ্রহণ করেছে।নার্গিস -এর পর গত দেড় দশকে এত বড় প্রাকৃতিক দুর্বিপাকের সামনে পরেনি সে। পর্যটকরা যাতে সমুদ্র সৈকতে ভিড় না করেন সে ব্যাপারে সতর্ক প্রশাসন। মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। উপকূলবর্তী এলাকা থেকে সরানো হয়েছে লোকজনকে।

বাংলায় সরাসরি প্রভাব না পড়লেও  বজ্যবিদ্যুৎসহ  বৃষ্টিপাত হতে পারে । তাই মোকা শহরবাসীকে তীব্র দহন জ্বালা থেকে কিছুটা স্বস্তি দিতে পারে। পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগণায় বৃষ্টির ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বইতে পারে ঝোড়ো হাওয়া। তার জেরে রাঢ়বঙ্গে তাপমাত্রার পারদ বেশ কিছুটা নামবে বলে জানিয়েছেন আববিদেরা। তবে  সকাল থেকে  দিঘায় মেঘলা আকাশ। সতর্কতায় মাইকিং করা হচ্ছে সেখানে। সেখানে এনডিআরএফ – এর  দল পৌঁছেছ।  সতর্ক সুন্দরবন প্রশাসন। বকখালি, সাগর সহ উপকূল এলাকায় চলছে  নজরদারি। উত্তর-পূর্বে ত্রিপুরা মিজোরাম সহ  বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টির সম্ভাবনার কথা গতকাল জানিয়েছিন আবহবিদেরা। আপাতত তাতে পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখছে না আবহবিদেরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!