শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় সূর্যোদয় চলছে। প্রথমে উড়াল রেল, তারপর পদ্মা সেতুর উন্মোচন, এবার পাতাল মেট্রোর নির্মাণ কাজ শুরু হবে, অবিলম্বে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মাণ প্রকল্পের সূচনা করে বলেছেন, ‘সতর্কতামূলক ঝুঁকি নিয়েছে সরকার। বোরিং মেশিন ব্যবহার করে পাতালে সুড়ঙ্গ পথ তৈরি হবে। কাজ হবে ভূ-পৃষ্ঠের ১০ মিটার নীচে। জনগণের যাবতীয় অসুবিধা রুখতেই এই ব্যবস্থা। মেট্রোপথ তৈরি হচ্ছে, ওপর থেকে তা বোঝা যাবে না।’ রাজধানীর, পূর্বাচল এলাকাকে মেট্রোর উড়াল পথের সঙ্গে জুড়ে দেওয়া হবে। বিমানবন্দরের সংলগ্ন অঞ্চলে ১২ টি পাতাল স্টেশন গড়ে উঠবে। প্রথমে উত্তরা থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত, পরে অন্যান্য এলাকার পাতাল পথেও ছুটবে দুরন্ত গতির মেট্রো। যথাযথ পরিকাঠামো প্রস্তুত। বরাদ্দ অর্থ আর কারিগরির বড় অংশ জোগাবে জাপান, বাকিটা বাংলাদেশ।
বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার সাম্প্রতিক উন্নয়ন নজর কেড়েছে বিশ্বের। তা সত্ত্বেও, আগামী সংসদীয় ভোটে বাজিমাৎ করতে দৃঢ়প্রতিজ্ঞ জামাত ও বিএনপি। রাস্তায় নেমেছে তারা। দাবি একটাই, তদারকি সরকারের অধীনে ভোট করাতে হবে। ভোটের আগেই দায়িত্ব থেকে সরতে হবে শেখ হাসিনাকে। হাসিনা উন্নয়নের পথেই মোক্ষম জবাব দিতে চান জামাত ও বিএনপিকে। বাংলাদেশে ও শাসক আর বিরোধীদের বাক্ বিনিময় তরজার দিকে এগোচ্ছে। নিতে পারে হিংস্র চেহারা।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34