- এই মুহূর্তে দে । শ
- জুন ১০, ২০২৪
মুজিব কন্যার স্নেহবন্ধনে রাহুল-প্রিয়াঙ্কা। বৈঠক মোদি-জয়শঙ্করের সঙ্গে, জোর দুই দেশের সৌহার্দ্যে

মোদির আমন্ত্রণেই ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ । রবিবার, নয়াদিল্লির রাইসিনা হিলসে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ এনডিএ জোটের নয়া মন্ত্রীসভার শপথ অনুষ্ঠানের পর, রাষ্ট্রপতি ভবনেই বৈঠকে বসেন দুই প্রতিবেশীর জন নির্বাচিত শাসকরা । সীমান্ত সুরক্ষা থেকে নদী জলবন্টন, বাণিজ্য সম্পর্ক সহ একাধিক ইস্যু উঠে আসবে আলোচনায়, সেই নিয়েই দুই দেশের কূটনৈতিক অলিন্দে চর্চা ছিল তুঙ্গে ।
রবিবার শপথ অনুষ্ঠানের পর, দুই রাষ্ট্রপ্রধান আনুষ্ঠানিক শুভেচ্ছা , পারস্পরিক কুশল বিনিময় পর্বের মধ্যে দিয়েই দুদেশের কূটনৈতিক সম্পর্ককে আরেকবার ঝালিয়ে নিলেন । দুই দেশেই, নির্বাচনের পর, ক্ষমতার ভর কেন্দ্রে পরিবর্তন আসেনি, ফলে পারস্পরিক সমঝোতাতেও তার সদর্থক প্রভাব পড়বে বলেই আশাবাদী দুই প্রতিবেশী । দুই রাষ্ট্রপ্রধানের সাক্ষাত প্রসঙ্গে শেখ হাসিনার সঙ্গে সফররত বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানিয়েছেন শেখ হাসিনা ।
#WATCH | Union Minister Dr S Jaishankar meets Bangladesh Prime Minister Sheikh Hasina in Delhi. pic.twitter.com/Lg3HSOlgRz
— ANI (@ANI) June 10, 2024
সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তৃতীয় মোদি সরকারের মন্ত্রী এস জয়শঙ্কর । সেই সাক্ষাত প্রসঙ্গে প্রতিবেশি রাষ্ট্রের বিদেশমন্ত্রী সংবাদমাধ্যমে বলেছেন, দুই দেশের কূটনৈতিক সৌহার্দ্যের পাশাপাশি, সম্পর্ককে আরো মজবুত করার বিষয় উঠে এসেছে তাঁদের আলোচনায় । এস জয়শঙ্করকে পুনঃবার নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দনও জানিয়েছেন শেখ হাসিনা ।
এদিন শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধি, কংগ্রেস দলের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধি এবং হাত শিবিরের জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধি বঢড়ার সঙ্গে । মুজিব কন্যার স্নেহের আলিঙ্গনে আটক হন রাজীব তনয়া, পুত্র রাহুল এবং সোনিয়া গান্ধি । সাক্ষাতের সেই ভিডিয়ো পরে পোস্ট করা হয়েছে জাতীয় কংগ্রেসের অফিসিয়াল টুইটার পেজে ।
CPP Chairperson Smt. Sonia Gandhi ji, former Congress President Shri Rahul Gandhi, and Congress General Secretary Smt. Priyanka Gandhi Vadra ji greeted Bangladesh Prime Minister Sheikh Hasina Wazed ji and met other delegates in New Delhi today.
They discussed a wide range of… pic.twitter.com/P40ru96Gky
— Congress (@INCIndia) June 10, 2024
Congress Parliamentary Party Chairperson Sonia Gandhi, party MP Rahul Gandhi and General Secretary Priyanka Gandhi Vadra called on the Prime Minister of Bangladesh Sheikh Hasina this afternoon in Delhi.
(Pics: AICC) https://t.co/2yXmFa2Bkk pic.twitter.com/aoiBr4Ps0u
— ANI (@ANI) June 10, 2024
❤ Support Us