Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১০, ২০২৪

মুজিব কন্যার স্নেহবন্ধনে রাহুল-প্রিয়াঙ্কা। বৈঠক মোদি-জয়শঙ্করের সঙ্গে, জোর দুই দেশের সৌহার্দ্যে

আরম্ভ ওয়েব ডেস্ক
মুজিব কন্যার স্নেহবন্ধনে রাহুল-প্রিয়াঙ্কা। বৈঠক মোদি-জয়শঙ্করের সঙ্গে, জোর দুই দেশের সৌহার্দ্যে

মোদির আমন্ত্রণেই ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ । রবিবার, নয়াদিল্লির রাইসিনা হিলসে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ এনডিএ জোটের নয়া মন্ত্রীসভার শপথ অনুষ্ঠানের পর, রাষ্ট্রপতি ভবনেই বৈঠকে বসেন দুই প্রতিবেশীর জন নির্বাচিত শাসকরা । সীমান্ত সুরক্ষা থেকে নদী জলবন্টন, বাণিজ্য সম্পর্ক সহ একাধিক ইস্যু উঠে আসবে আলোচনায়, সেই নিয়েই দুই দেশের কূটনৈতিক অলিন্দে চর্চা ছিল তুঙ্গে ।

রবিবার শপথ অনুষ্ঠানের পর, দুই রাষ্ট্রপ্রধান আনুষ্ঠানিক শুভেচ্ছা , পারস্পরিক কুশল বিনিময় পর্বের মধ্যে দিয়েই দুদেশের কূটনৈতিক সম্পর্ককে আরেকবার ঝালিয়ে নিলেন । দুই দেশেই, নির্বাচনের পর, ক্ষমতার ভর কেন্দ্রে পরিবর্তন আসেনি, ফলে পারস্পরিক সমঝোতাতেও তার সদর্থক প্রভাব পড়বে বলেই আশাবাদী দুই প্রতিবেশী । দুই রাষ্ট্রপ্রধানের সাক্ষাত প্রসঙ্গে শেখ হাসিনার সঙ্গে সফররত বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানিয়েছেন শেখ হাসিনা ।

সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তৃতীয় মোদি সরকারের মন্ত্রী এস জয়শঙ্কর । সেই সাক্ষাত প্রসঙ্গে প্রতিবেশি রাষ্ট্রের বিদেশমন্ত্রী সংবাদমাধ্যমে বলেছেন, দুই দেশের কূটনৈতিক সৌহার্দ্যের পাশাপাশি, সম্পর্ককে আরো মজবুত করার বিষয় উঠে এসেছে তাঁদের আলোচনায় । এস জয়শঙ্করকে পুনঃবার নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দনও জানিয়েছেন শেখ হাসিনা ।

এদিন শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধি, কংগ্রেস দলের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধি এবং হাত শিবিরের জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধি বঢড়ার সঙ্গে । মুজিব কন্যার স্নেহের আলিঙ্গনে আটক হন রাজীব তনয়া, পুত্র রাহুল এবং সোনিয়া গান্ধি । সাক্ষাতের সেই ভিডিয়ো পরে পোস্ট করা হয়েছে জাতীয় কংগ্রেসের অফিসিয়াল টুইটার পেজে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!