Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ১৭, ২০২৩

আফগানিস্তানকে ৫৪৬ রানে হারিয়ে রেকর্ড গড়ল বাংলাদেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
আফগানিস্তানকে ৫৪৬ রানে হারিয়ে রেকর্ড গড়ল বাংলাদেশ

আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে জয় নিশ্চিত ছিল বাংলাদেশের। কিন্তু কত বড় ব্যবধানে জেতে সেটাই ছিল দেখার। শেষ পর্যন্ত আফগানিস্তানকে ৫৪৬ রানে হারিয়ে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়ল বাংলাদেশ। নিজেদের টেস্ট ইতিহাসে এটাই সবথেকে বড় ব্যবধানে জয় বেঙ্গল টাইগারদের। সামগ্রিকভাবে টেস্ট ইতিহাসে বাংলাদেশের এই জয় তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে।
মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে তোলে ৩৮২। নাজমুল হাসান শান্ত করেন ১৪৬ রান। জবাবে ১৪৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তানের প্রথম ইনিংস। এবাদত হোসেন ৪৭ রানে ৪ উইকেট তুলে নেন। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪২৫ রান তুলে ইনিংস সমাপ্তি ঘোষণা করে বাংলাদেশ। নাজমুল হাসান শান্ত দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেন। তিনি করেন ১২৪। আর মোমিনুল হক করেন ১২১। আফগানিস্তানের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৬৬২।
দ্বিতীয় ইনিংসে তাসকিন আমেদ ও শরিফুল ইসলামের দুরন্ত বোলিংয়ের সামনে মাত্র ১১৫ রানে গুটিয়ে আফগানিস্তান। সর্বোচ্চ রান রহমত শাহর ৩০। বাংলাদেশের তাসকিন আমেদ ৩৭ রানে ৪ উইকেট তুলে নেন। টেস্ট ক্রিকেটে এটাই তাঁর জীবনের সেরা বোলিং। শরিফুল ইসলাম নেন ৩ট উইকেট। এদিন একটা সেশনও স্থায়ী হয়নি আফগানিস্তানের ইনিংস। শেষ ৭ উইকেট পড়ে মাত্র ৭৮ রানে।
টেস্ট ক্রিকেটে সবথেকে বড় ব্যবধানে জয়ের রেকর্ড অবশ্য ইংল্যান্ডের। ১৯২৮ সালে ৬৭৫ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। ৬ বছর পর সেই ইংল্যান্ডকেই ৫৬২ রানে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছিল অস্ট্রেলিয়া। আর আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের এই তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে। আফগানিস্তানকে হারানোর আগে বাংলাদেশ সবথেকে বড় ব্যবধানে জিতেছিল ২০০৫ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে। সেই টেস্টে ২২৬ রানে জিতেছিল বাংলাদেশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!