Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ১৬, ২০২৪

ইস্টবেঙ্গলের হয়ে মহিলাদের আই লিগ খেলবেন বাংলাদেশের সানজিদা

আরম্ভ ওয়েব ডেস্ক
ইস্টবেঙ্গলের হয়ে মহিলাদের আই লিগ খেলবেন বাংলাদেশের সানজিদা

একসময় ইস্টবেঙ্গলে বাংলাদেশের ফুটবলারদের বেশ রমরমা বাজার ছিল। নব্বইয়ের দশকে লালহলুদ জার্সি গায়ে দাপটের সঙ্গে খেলে গেছেন মহম্মদ আসলাম, রিজভি রুমি, মোমেন মুন্না, গোলাম ঘাউসরা। বছর তিনেক আগে মহমেডান জার্সিতে খেলেছেন জামাল ভুঁইয়া। এবার আরও দুই বাংলাদেশি ফুটবলার খেলতে চলে এলেন ভারতে। এরা অবশ্য কোনও পুরুষ ফুটবলার নন। বাংলাদেশের জাতীয় মহিলা দলের দুই ফুটবলার সানজিদা আক্তার ও সাবিনা খাতুন। দুজনই ভারতের মহিলাদের আই লিগে খেলবেন।
ইস্টবেঙ্গলের হয়ে খেলার জন্য ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন গেছেন সানজিদা আক্তার। সোমবারই তিনি কলকাতায় এসেছেন। এই প্রথম দেশের বাইরে কোনও ক্লাবে খেলতে চলেছেন সানজিদা। তাঁর আগেই ভারতে চলে এসেছিলেন বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন। তিনি বেঙ্গালুরুর কিকস্টার্ট এফসি–র হয়ে খেলবেন। সাবিনার অবশ্য এটাই প্রথম বিদেশের ক্লাবে খেলা নয়। আগেও তিনি ভারতে খেলে গেছেন। ২০১৮ সালে সেথু এফসি–র হয়ে তিনি খেলেছিলেন। এছাড়া মালদ্বীপের একটা ক্লাবেও খেলেছেন।
বাংলাদেশের ফুটবল ফেডারেশনের মহিলা বিভাগের প্রধান মাফুজা আক্তার কিরণ সংবাদমাধ্যমকে বলেন, ‘‌ভারত থেকে আমাদের দুই ফুটবলারের কাছে ওদেশে খেলার প্রস্তাব এসেছিল। আমরা সাবিনা ও সানজিদাকে ছাড়পত্র দিয়েছি।’‌ মহিলাদের আই লিগে ইস্টবেঙ্গল একেবারেই ভাল জায়গায় নেই। ৪ ম্যাচে মাত্র ১টা জয়। ৩ টি হার। লিগ টেবিলে পঞ্চম স্থানে রয়েছে লালহলুদ। এখন দেখার সানজিদা এসে দলকে সাফল্যের রাস্তায় নিয়ে যেতে পারেন কিনা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!