- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ২৮, ২০২৩
বাংলাদেশ ক্রিকেটে বিতর্ক অব্যাহত, এবার তামিমকে আক্রমণ অধিনায়ক সাকিবের

বিশ্বকাপ খেলতে বুধবার ভারতের মাটিতে পা রেখেছে বাংলাদেশ। অথচ তামিম ইকবাল বিতর্ক যেন কিছুতেই থামছে না। বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে অধিনায়ক সাকিব আল হাসানকে ইঙ্গিত করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে বিবৃতি দিয়ে বিস্ফোরণ ঘটিয়েছেন তামিম ইকবাল। এবার তামিমের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন সাকিব। পাল্টা আক্রমণ করেছেন তামিম ইকবালকে।
দীর্ঘদিন ধরেই সাকিবের সঙ্গে তামিমের ঠান্ডা লড়াই চলছিল। দুজন দুজনকে একেবারেই পছন্দ করেন না। এমনকী ড্রেসিংরুমে দুজনের মধ্যে বেশ কয়েকবার ঝামেলাও হয়েছিল। একই ড্রেসিংরুম শেয়ার করলেও সাকিব ও তামিমের মধ্যে কথা প্রায় হতই না। সাকিবের জন্যই নাকি বিশ্বকাপ দলে সুযোগ পাননি তামিম। বাংলাদেশের একাধিক সংবাদপত্রের দাবি, অধিনায়ক সাকিব নাকি আনফিট তামিমকে বিশ্বকাপ দলে নিতে চাননি। যদিও সোশ্যাল মিডিয়ায় নিজের ফিটনেস নিয়ে ব্যাখ্যা দিয়েছেন তামিম।
আনফিট ক্রিকেটারকে দলে না নেওয়া প্রসঙ্গে মহেন্দ্র সিং ধোনির ২০০৮ সালের একটা বক্তব্য তুলে ধরে সাকিব বলেন, ‘ধোনি একসময় বলেছিলেন, পুরোপুরি ফিট না হয়ে মাঠে নামাটা দল ও দেশের কাছে প্রতারণা। আমার মনে হয় সকলের সেটা মেনে নেওয়া উচিত।’ ধোনির কথা তুলে ধরে তামিমকেই পরোক্ষে আক্রমণ করেছেন সাকিব। তিনি আরও বলেন, ‘আমার দক্ষতা, যোগ্যতা, আমার সামর্থ্য নিয়ে অনেকের সংশয় থাকতে পারে। ধোনির কথাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ ধোনি দারুণ সফল, অনেক ট্রফি জিতেছে। ওর অনেক নলেজ আছে, সেন্স আছে। ওর চেয়ে বেশি বাংলাদেশের কারও নেই।’
তবে ‘আনফিট’ তামিম ইকবালকে তিনি যে চাননি, এই অভিযোগ অস্বীকার করেছেন সাকিব। তবে তিনি দাবি করেছেন, তামিম বিশ্বকাপে বেছে বেছে ম্যাচ খেলতে চেয়েছিলেন, এই কথাটা বোর্ডের কর্তাদের কাছে শুনেছিলেন। তামিমকে বিশ্বকাপ দলে না রাখার ব্যাপারে তাঁর যুক্ত থাকা প্রসঙ্গে সাকিব বলেন, ‘এই ব্যাপারে কোনও ক্রিকেটার, মেডিকেল টিম, নির্বাচক, কারও সঙ্গেই আমার কথা হয়নি। তবে একটা কথাই বলব, চোট নিয়ে কারও খেলা উচিত নয়।’
❤ Support Us