Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ১০, ২০২৩

এশিয়ার সেরা ক্রীড়া সাংবাদিক সংস্থার স্বীকৃতি পেল বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন

আরম্ভ ওয়েব ডেস্ক
এশিয়ার সেরা ক্রীড়া সাংবাদিক সংস্থার স্বীকৃতি পেল বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন

এশিয়ার সেরা ক্রীড়া সাংবাদিক সংস্থার স্বীকৃতি পেল বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন। সোমবার দক্ষিণ কোরিয়ার সিওলে এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিএসপিএ সভাপতি সনৎ বাবলা ও সাধারণ সম্পাদক সামন হোসেনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দেন এআইপিএস এশিয়ার সভাপতি হি ডন জং।  এসময় উপস্থিত ছিলেন এআইপিএস সভাপতি জিয়ান্নি মারলো।

গত বছর বিভিন্ন কর্মকাণ্ডের জন্য মোট ৩০টি দেশের ক্রীড়া সাংবাদিকদের সংগঠন পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। এদের মধ্যে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন। দ্বিতীয় সেরা হয়েছে নেপাল স্পোর্টস জার্নালিস্ট ফোরাম। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও সাতটি বিভাগে সেরার স্বীকৃতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৩ পেয়েছেন লিজেন্ড অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড। এছাড়া গতবছর সফলভাবে ফিফা বিশ্বকাপ আয়োজন করায় কাতার স্পোর্টস প্রেস ইউনিয়নকে সেরা ইভেন্ট আয়োজকের স্বীকৃতি দেওয়া হয়েছে।।

গতবছর নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংস্থার ৬০ বছর পূর্তি আয়োজন করেছিল। সেখানে সর্বকালের সেরা ১০ জন বাংলাদেশী ক্রীড়াবিদকে সম্মানিত করা হয়েছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!