Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ২৭, ২০২৩

আবার জয়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়েই চলেছে বাংলাদেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
আবার জয়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়েই চলেছে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়েই চলেছে বাংলাদেশ। দেশের মাটিতে কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের পর নিউজিল্যান্ডের মাঠে প্রথম একদিনের ম্যাচে জয়। এবার নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার টি২০ ম্যাচ জেতারও নজির গড়ল বাংলাদেশ। সিরিজের প্রথম টি২০ ম্যাচে কিউয়িদের হারাল ৫ উইকেটে। নিউজিল্যান্ডের মাটিতে ৯ ম্যাচ হারের পর দশম ম্যাচে এসে জয় তুলে নিল বাংলাদেশ।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ডকে প্রথম ধাক্কা দেন মেহেদি হাসান। ইনিংসের চতুর্থ বলেই তিনি তুলে নেন টিম সাইফার্টকে (০)। আর এক ওপেনার ফিন অ্যালেন (‌১)‌ ও গ্লেন ফিলিপকে (‌০)‌ পরপর ২ বলে তুলে নিয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলে দেন শরিফুল ইসলাম।
তিন নম্বরে নামা ড্যারেল মিচেল আক্রমণাত্মক ব্যাটিং করে চাপ কাটানোর চেষ্টা করেন। কিন্তু  ভুল লাইনে খেলে মেহেদি হাসানের বলে বোল্ড হন মিচেল (‌১৫ বলে ১৪)‌। দশম ওভারে রিশাদের বলে কভার ড্রাইভ করতে গিয়ে আউট হন চ্যাপম্যান (১৯ বলে ১৯ রান)। ৫০ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। ২২ বলে ২৩ রান করে আউট হন মিচেল স্যান্টনার। এরপর নিউজিল্যান্ডকে ১০০ রানের গন্ডি পার করে দেন জিমি নিশাম। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রান তোলে নিউজিল্যান্ড। ২৯ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন জিমি নিশাম। ১২ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন অ্যাডাম মিলনে। বাংলাদেশের হয়ে দুরন্ত বোলিং করেন শরিফুল ইসলাম (‌৩/‌২৬)‌, মেহেদি হাসান (‌২/‌১৪)‌, মুস্তাফিজুর রহমান (‌২/‌১৫)‌।
পরিবেশ যতই প্রতিকূল হোক না কেন, টি২০ ক্রিকেটে ১৩৫ রানের লক্ষ্যে পৌঁছনো খুব একটা কঠিন নয়। বাংলাদেশের কাছেও কঠিন হয়নি। দ্বিতীয় ওভারেই রনি তালুকদারকে (‌১০)‌ তুলে নিয়ে বাংলাদেশকে ধাক্কা দিয়েছিলেন অ্যাডাম মিলনে। তিন নম্বরে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দ্রুত রান তোলার চেষ্টা করেছিলেন। তবে তিনিও বেশিক্ষণ ক্রিজে থাকেননি। পঞ্চম ওভার জিমি নিশামের বলে তুলে মারতে গিয়ে মিড অফে ক্যাচ দেন নাজমুল (‌১৪ বলে ১৯)‌। ১৫ বলে ২২ রান করে আউট হন সৌম্য সরকার।
একপ্রান্তে উইকেট পড়লেও অন্যপ্রান্ত আগলে দলকে এগিয়ে নিয়ে যান লিটন দাস। তৌহিদ হৃদয়ের সঙ্গে ২৯ রানের জুটি গড়ে তোলেন। ১৪ তম ওভারে তৌহিদকে (‌১৮ বলে ১৯)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন স্যান্টনার। ১ রান করে আউট হন আফিফ হোসেন। শেষ ৩ ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ২৪। ১৮ তম ওভারে বেন সিয়ার্সের বলে ওঠে ১৪। পরের ওভারে ৪ বলে ১২ রান তুলে বাংলাদেশকে ঐতিহাসিক জয় এনে দেন মেহেদি হাসান (‌১৬ বলে অপরাজিত ১৯)‌। ১৮.‌৪ বলে ১৩৭/‌৫ তুলে ম্যাচ জেতে বাংলাদেশ। ৩৬ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন লিটন দাস।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!