Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২৮, ২০২৩

‌সহজ উইকেটেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে জ্বলে উঠতে পারলেন না বাংলাদেশের ব্যাটাররা

আরম্ভ ওয়েব ডেস্ক
‌সহজ উইকেটেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে জ্বলে উঠতে পারলেন না বাংলাদেশের ব্যাটাররা

সিলেটের উইকেট দারুণ ব্যাটিং সহায়ক। অথচ সেভাবে কাজে লাগাতে পারল না বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দারুণ শুরু করেও দিনের শেষে ৯ উইকেট হারাতে হল বাংলাদেশকে। তবে ৯ উইকেট হারানোর ফাঁকে ৩১০ রান তুলে ফেলেছে বাংলাদেশ। সেঞ্চুরির মুখ থেকে ফিরেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দুই দলই প্রথম একাদশে বোশি জোরে বোলার রাখার দিকে হাঁটেনি। নিউজিল্যান্ড টিম সাউদি ও কাইল জেমিসনকে রাখলেও বাংলাদেশ শুধুমাত্র শরিফুল ইসলামকে রেখেছে। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়ার পেছনে বাংলাদেশের উদ্দেশ্য বড় রান তুলে নিউজিল্যান্ডকে স্পিনের ফাঁদে ফেলা। ওপেনিংয়ে বাংলাদেশকে বরসা দিতে পারেননি জাকির হোসেন (‌১২)‌। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (‌৩৫ বলে ৩৭)‌ একদিনের মেজাজে ব্যাটিং করে কিউয়ি বোলারদের ওপর চাপ তৈরি করার চেষ্টা করছিলেন। গ্লেন ফিলিপস তুলে নেন শান্তকে।
শান্ত আউট হওয়ার পর বাংলাদেশকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মাহমুদুল ও মোমিনুল হক। পরপর ২ ওভারে মোমিনুল (‌৩৭)‌ ও মাহমুদুল আউট হতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। ৮৬ রান করে ইশ সোধির বলে আউট হন তিনি। মুশফিকুর রহিম (‌১২)‌ বড় রান করতে ব্যর্থ। অভিষেক টেস্টেও শাহাদাত হোসেন (‌২৪)‌ দলকে নির্ভরতা দিতে পারেননি। লোয়ার মিডল অর্ডারে মেহেদী হাসান মিরাজ (‌২০)‌, নুরুল হাসানদের (২৯) লড়াই বাংলাদেশকে ৩০০ রানে পৌঁছে দেয়। নিউজিল্যান্ডের হয়ে গ্লেন ফিলিপস ৫৩ রানে ৪ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন কাইল জেমিসন ও আজাজ প্যাটেল।
সিলেটের বাইশ গজে প্রথম দিন বোলাররা তেমন সাহায্য পাননি। তবে কিউয়ি বোলারদের ৯ উইকেট তুলে নেওয়ার পেছনে রয়েছে বাংলাদেশ ব্যাটারদের উইকেট উপহার দেওয়া। তৃতীয় দিন পর্যন্ত উইকেটে ব্যাট করা সহজ হবে। বাংলাদেশের প্রথম ইনিংসে অন্তত ৪৫০ রান তোলা উচিত ছিল। নিউজিল্যান্ডের যা ব্যাটিং শক্তি, বাংলাদেশকে কিন্তু চাপে পড়তে হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!