Advertisement
  • ভা | ই | রা | ল
  • ফেব্রুয়ারি ১৬, ২০২২

আমি সোনার মানুষ, এই আমার সোনার পানীয়: ভাইরাল বাপ্পি লাহিড়ির ‘সোনার বিজ্ঞাপন’

আরম্ভ ওয়েব ডেস্ক
আমি সোনার মানুষ, এই আমার সোনার পানীয়: ভাইরাল বাপ্পি লাহিড়ির ‘সোনার বিজ্ঞাপন’

একবার ঠান্ডা পানীয়ের বিজ্ঞাপনে দেখা গিয়েছিল বাপ্পি লাহিড়িকে। বুধবার তাঁর অনুরাগীরা আবার ফিরে দেখছেন সেই পুরনো বিজ্ঞাপনটি।সোশ্যাল  মিডিয়ায় ভাইরাল একটি বিজ্ঞাপনটি। বিজ্ঞাপনে বাপ্পি লাহিড়িকে স্বয়ং নিজেকে নিয়েই নিজেই  ঠাট্টা করেছেন। তিনি বলছেন— আমার তো সব কিছুই সোনার। কাপ-প্লেট-বিস্কুট।’ এর পরেই গেয়ে ওঠেন, ‘আই অ্যাম আ গোল্ডেন ম্যান, ইউ আ মাই গোল্ডেন ফ্যান।’

বুধবার সকালে বাপ্পি লাহিড়ির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পরেই নেটমাধ্যমে বিজ্ঞাপনটি ছড়াতে শুরু করেছে। বহু অনুরাগীই বলেছেন, এই মজা একমাত্র বাপ্পিদার পক্ষেই করা সম্ভব। কারণ তিনি সত্যিই সোনার মানুষ।

দেখে নিন সেই বিজ্ঞাপনের ঝলক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!