- দে । শ
- সেপ্টেম্বর ১০, ২০২৪
আরজি করের তিলোত্তমার হত্যাকান্ডের দ্রুত বিচার ও সত্য উদ্ঘাটনের দাবিতে বসিরহাটে নাগরিক কনভেনশন
আরজি কর মেডিকেল কলেজে চিকিৎসক পড়ুয়া হত্যার ঘটনায় জড়িতেদের শাস্তির দাবিতে নাগরিক কনভেশনে সোচ্চার হলেন বিশিষ্ট জনেরা। কনভেনশনে উপস্থিত ছিলেন নানা পেশার সঙ্গে যুক্ত বিশিষ্ট মানুষ। কনভেনশনে বক্তব্য পেশ করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ সিদ্ধার্থ মুখার্জি, প্রাক্তন অধ্যক্ষ ড. নারায়ণ দাশ, অধ্যাপক হিরণকান্তি মুখার্জি, বিশিষ্ট আইনজীবী হৃষিকেশ ভট্টাচার্য, রতিশ দাশ, কবি জয়ন্তী চ্যাটার্জি, প্রাক্তন শিক্ষিকা চায়না মিত্র প্রমুখ। মানুষ। বসিরহাট বোটঘাটের কাছে, মহকুমা শাসকের কার্যালয়ের সামনে নাগরিক কনভেনশনে বহু সাধারণ মানুষ সমবেত হন। হাতে আরজি করে পড়ুয়া চিকিৎসকের হত্যা ও ধর্ষণের বিচার চেয়ে নানা স্লোগান লেখা প্লাকার্ড গান, কবিতা আবৃত্তি করেন শিল্পীরা। কনভেনশনে উপস্থিত বক্তারা সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়ায় হতাশ। একটাই বক্তব্য উঠে এসেছে, আমরা তিলোত্তমার বিচার চেয়েছি, জুনিয়ার ডাক্তারদের বিচার চাইনি। তাঁরা এই বলেন, সামনেই দুর্গা পুজোর উৎসব। রাজ্যে যে পরিস্থিতি এখন চলছে মানুষের মন আন্দোলনের সুরে বাঁধা হয়ে গেছে। এখন উৎসবের ডাক মানায় নায়। উৎসবে কারা কতটা , কীভারে শামিল হবে তা বাংলার মানুষ নিজেরাই ঠিক করবে। এদিন প্রস্তাব গৃহীত হয় , চিকিৎসক পড়ুয়া হত্যার ঘটনার ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত যেখানেই মানুষ পথে নামবে সেখানেই বসিরহাটের নাগরিক সমাজ পাশে থাকবে।
❤ Support Us