- দে । শ প্রচ্ছদ রচনা
- জুন ১, ২০২৪
বসিরহাটে বিক্ষিপ্ত সংঘর্ষ । স্বতস্ফূর্ত আবেগে ভোট প্রয়োগ। বাজেয়াপ্ত ২২ লাখ জাল নোট, আটক ভিন রাজ্যের আট

বসিরহাটে সকাল থেকেই উৎসবের মেজাজেই ভোট কেন্দ্রের পথে মানুষ। শেষ দফার ভোটে রাজ্যের সব থেকে নজরকাড়া কেন্দ্র এই মূহুর্তে বসিরহাট লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রের মধ্যেই পড়ে সন্দেশখালি। গত জানুয়ারি মাস থেকে টানা ৫ মাস সন্দেশখালির নাম সারা দেশ চর্চা হয়ে আসছে। বসিরহাট কেন্দ্রে বিশেষ করে সন্দেশখালি এলাকায় ভোট কেমন হবে তা সে দিকে তাকিয়ে রয়েছে দেশের সংবাদ মাধ্যম। শুক্রবার রাত থেকেই সন্দেশখালিতে ঘাঁটি গেড়েছে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। কে আগে সন্দেশখালির ফুটেজ তুলে ধরবে এনিয়ে চলছে প্রতিযোগিতা। সকাল থেকেই চলছে কেন্দ্রীয় বাহিনীর তৎরতা। বসিরহাট লোকসভার মোট ভোটারের সংখ্যা ১৮,০৪,২৬১ জন। ভোট কেন্দ্র ১৮৮২ টি। তারমধ্যে ১৮৫ টি বুথ সম্পূর্ণ মহিলা ভোটকর্মী দ্বারা পরিচালিত। ২৮ টি মডেল বুথ করা হয়েছ। এই কেন্দ্রে কেন্দ্রে ১০৯৬ টি বুথ অতি স্পর্শকাতর। তার মধ্যে সন্দেশখালি বিধানসভা ক্ষেত্রে ২৫১ টি বুথের মধ্যে ১৮৭ টি বুথকে উত্তেজনা প্রবণ বলে চিহ্নত করা হয়েছে। বসিরহাট লোকসভা কেন্দ্রে ১১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তারসঙ্গে সাড়ে ৪ হাজার রাজ্য পুলিশ থাকবে। সকালে যথাসময়ে ভোটদান শুরু হয়েছে। এদিন সন্দেশখালি, বেড়মজুর, সরবেড়িয়া আগারহাটি, এলাকায় মানুষ স্বত্ফুর্ত ভাবে ভোট দিতে বেরিয়েছেন।
সকাল থেকে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে ঘটেছে। হিংগালগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভবানীপুর ২ পঞ্চায়েত ৬৫ নম্বর বুথে বিজেপির এজেন্ট আহত, অভিযোগের তীর শাসক শিবিরের দিকে। হারোয়ার সোনাপুকুর-শংকরপুর পঞ্চায়েতের ৭২, ৭৩ নম্বরে ২ জন রাজনৈতিক কর্মীর মাথা ফেটেছে। তারা হরোয়া হাসপতালে ভর্তি।সকাল ৯ টা পর্যন্ত বসিরহাট লোকসভা কেন্দ্রে ১৬.৯৫ শতাংশ।
ভোটের আগের রাতেই বসিরহাটে বাজেয়াপ্ত হলো লক্ষ লক্ষ টাকার জাল নোট।শুক্রবার রাতে বসিরহাট থানার ঢিল ছোড়া দুরত্বে একটি আবাসন থেকে ওই নোট উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার ৮ জন। এর মধ্যে ভিন রাজ্যে যোগ রয়েছে।ভোটের আগের দিন প্যাকেট প্যাকেট ৫০০/২০০ টাকার নোট মিলেছে। সকাল পর্যন্ত ২২ লক্ষ টাকার বেশি নোট ছিল। তবে সবই জাল। পুলিশ জানায়, বসিরহাট পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের একটি বহুতল আবাসনের ৫ তলার একটি ঘর থেকে ওই বান্ডিল বান্ডিল জাল টাকা পাওয়া গেছে। ভোটের ঠিক আগের রাতে বিপুল পরিমান জাল নোট উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটে।
❤ Support Us