Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ৩, ২০২৪

মরনোত্তর চক্ষুদান, পথ দেখাচ্ছে বসিরহাটের সেবায়ন

আরম্ভ ওয়েব ডেস্ক
মরনোত্তর চক্ষুদান, পথ দেখাচ্ছে বসিরহাটের সেবায়ন

মরনোত্তর চক্ষুদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছে বসিরহাটের সেবায়ন। স্বেচ্ছাসেবী সংস্থাটি ১৯৯৫ সাল থেকে বসিরহাটের মত প্রত্যন্ত অঞ্চলে মানুষের মৃত্যুর পর চোখ সংগ্রহ করছে। কর্ণিয়া জনিত অন্ধত্ব দূরীকরণে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় রীতিমত সাড়া ফেলেছে সেবায়ন। ৩৯ তম জাতীয় চক্ষুদান পক্ষ শুরু হয়েছে। সেই উপলক্ষে সেবায়নের উদ্যোগে বসিরহাট টাউন হাইস্কুলের আলোকতীর্থ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে গত এক বছরে মরনোত্তর চক্ষুদাতার পরিবারকে সম্মানিত করা হয়। চক্ষুদাতার পরিবারের হাতে স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিকরা কুলীনগ্রাম রামকৃষ্ণ মিশনের সম্পাদক বিমুক্তানন্দ মহারাজ, চিকিৎসক অর্ক চ্যটার্জি, এমএ করিম, ভবসিন্ধু মৃধা প্রমুখ। এদিন ১১১ জন মরনোত্তর চক্ষুদাতার পরিবারকে সম্বর্ধনা জানানো হয়। সংস্থার সম্পাদক মদনমোহন সাহা বলেন, ১৯৯৫ সাল থেকে এপর্যন্ত সেবায়ন ১০৫১ জোড়া চোখ সংগ্রহ করেছে। এই প্রত্যন্ত গ্রামীণ এলাকায় মানুষের কুসংস্কার , নানা সামাজিক বাধার মধ্যে আমাদের কাজ করতে হয়। তিনি বলেন, সেবায়নের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসার আয়োজন করা হয় নিয়মিত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!