Advertisement
  • দে । শ
  • আগস্ট ২৬, ২০২৪

রাজনৈতিক মত পার্থক্য ভুলে শহিদ দীনেশ মজুমদারকে স্মরণ করল বসিরহাট।

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজনৈতিক মত পার্থক্য ভুলে শহিদ দীনেশ মজুমদারকে স্মরণ করল বসিরহাট।

রাজনৈতিক মত পার্থক্য ভুলে শহিদ দীনেশ মজুমদারকে স্মরণ করল বসিরহাট। ১৯৩০ সালে আজকের দিনে বিপ্লবী দীনেশ মজুমদার ও অনুজাচরণ সেন কলকাতার ডালহৌসি স্কোয়ারে চার্লস টেগার্টকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেন। ঘটনাস্থলে হাতে বোমা ফেটে অনুজা সেনের মৃত্যু হয়। দীনেশ মজুমদার ইংরেজ পুলিশের হাতে ধরা পড়েন। বিভিন্ন রোমহর্ষক বৈপ্লবিক কর্মকান্ডে ১৯৩৪ সালে ৯ জুন দীনেশের ফাঁসি হয়। শহিদ দীনেশ মজুমদার স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে ডালহৌসি স্কোয়ারে ঘটনাকে স্মরণ করে আজ শহিদের জন্মভিটায় শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন বসিরহাটের বিধায়ক ডাঃ সপ্তর্ষি ব্যানার্জি, উপপুর প্রধান সুবীর সরকার, কাউন্সিলর কৌশিক দত্ত, ভাস্কর মিত্র, বিশিষ্ট ক্রীড়াবিদ কালিদাস মজুমদার, স্মৃতি রক্ষা কমিটির সভাপতি চায়না মিত্র, সম্পাদক অজয় বাইন সহ বসিরহাটের বিশিষ্ট নাগরিকরা। প্রবল বর্ষণের মধ্যে সভা চলে। বসিরহাটের বীর সন্তান শহিদের জন্মভিটা অধিগ্রহন, সংস্কার দাবি ওঠে। এদিন সভা থেকেই বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি শহিদের মূর্তি সংস্কারের আর্থিক সহায়তা ও ইটিন্ডা রোডের নাম শহিদ দীনেশ সরণীর করার প্রতিশ্রুতি দেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!