Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২৭, ২০২৪

কেতুগ্রামে ছাত্রীকে নৃশংস খুনের প্রতিবাদ ও সচেতনতা প্রচারের ‘অস্ত্র’ বাউল গান

আরম্ভ ওয়েব ডেস্ক
কেতুগ্রামে ছাত্রীকে নৃশংস খুনের প্রতিবাদ ও সচেতনতা প্রচারের ‘অস্ত্র’ বাউল গান

মানুষ খুন হলে পরে / মানুষই তার বিচার করে / নেইকো খুনির মাফ / বিচার পাবে হরিপুরের নিহত গোলাপ।
বহুশ্রুত গানের কলি সামান্য অদলবদল করে চলন্ত বাসে নৃশংস খুন হওয়া অষ্টমের ছাত্রী জ্যোতি খাতুনের পরিবারের পাশে দাঁড়ালেন স্বপন বাউল। চলন্ত বাসে কেতুগ্রামের কোমরপুর এলাকায় গলার নলি কেটে খুন করা হয় কাটোয়ার হরিপুর গ্রামের ছাত্রী জ্যোতিকে। এই খুনের প্রতিবাদ, নিহতের পরিবারের পাশে দাঁড়ানো আর এলাকার বাসিন্দাদের সচেতন করা— এই তিনটি লক্ষ্য নিয়ে বর্ধমান শহরের বাসিন্দা বাউল শিল্পী স্বপন দত্ত কেতুগ্রাম থানা এলাকার বিভিন্ন গ্রামের পথে পথে বাউল গান গেয়ে বেড়ালেন। প্রকাশ্যে চলন্ত বাসে যাত্রীদের সামনে ঠাণ্ডা মাথায় ওই ছাত্রীকে খুন করে বাস থেকে নেমে চলে যায় ওই ছাত্রীর প্রতিবেশী বছর বাইশের বাবু শেখ। এই ঘটনায় শিউরে ওঠেন এলাকাবাসী। এই বিষয়টিকে সামনে রেখেই গান বেঁধেছেন স্বপন। ‘ছোট্ট মেয়ে কন্যাশ্রীর দোষ কী বলো আর / অকালে তার ঝরল প্রাণ, চাইছি তাই বিচার।’
ঘটনার পরেই তদন্তে নেমে আততায়ী বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিজেদের হেফাজতে পেয়ে জেরা করে জানতে পেরেছে, বাবুর প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ার মাশুল গুনতে হল কিশোরী জ্যোতিকে। নিজেই গান বেঁধে একতারায় সুর তুলছেন স্বপন। ‘প্রেম কি এত তুচ্ছ জিনিস বুঝল না রে মন / সাচ্চা প্রেমিক কখনো কাড়ে না জীবন।’ গানে গানে অভিযুক্তর কঠোর সাজার দাবিও তুলেছেন। ‘ফাঁসি দিয়ে গড়ুক নজির মহামান্য আদালত / সেটাই খুনের কঠোর সাজা নাইকো দ্বিমত।’ ঘটনার পরেই পুলিশের তৎপরতার তারিফও শোনা গেল স্বপনের গানে। ‘দোষ করে কেউ পার পাবে না সজাগ পুলিশ ভাই / কেতুগ্রাম থানার মতো তুলনা কারও নাই।’
প্রখর রোদে গ্রামে গ্রামে ঘুরে নিহত ছাত্রীর জন্য গলা ফাটানো স্বপন বাউলের প্রশংসায় পঞ্চমুখ এলাকার আমজনতা থেকে শুরু করে পুলিশকর্মীরাও। স্বপন বললেন, ‘সমাজে কোনও অসঙ্গতির ঘটনা ঘটলে আমার বাড়িতে আর মন বসে না। একতারা আর ডুগি-তবলা নিয়ে বেরিয়ে পড়ি। হাজির হয়ে যাই ঘটনাস্থলে। গানের অস্ত্রেই প্রতিবাদ করি। সচেতন করি। মানুষের অকুন্ঠ সহযোগিতাই আমার সম্বল।’ আর জি করের ঘটনার প্রতিবাদেও মাঠে নেমেছিলেন স্বপন। বিনা পারিশ্রমিকে রোদ-বৃষ্টি-শীত উপেক্ষা করে বছরভর এমন স্বতঃস্ফূর্ত সমাজবন্ধুর দায়িত্ব পালনকে ‘নজির’ আখ্যা দিচ্ছেন জেলার বিভিন্ন প্রান্তের শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন। সূর্য পাটে ওঠার মুখেও স্বপন বাউলের সচেতনতা প্রচারের পাট চোকে না। জনতাকে সামনে পেয়ে খুশিতে ডগমগ স্বপন গান ধরেন, ভালোবেসে জিতে নাও প্রেমিকার হৃদয় / ফুলই হল প্রেমের অস্ত্র ধারালো ছুরি নয় / এমন খুন আর যেন ভাই দেখে না কেতুগ্রাম / সজাগ হও, সজাগ থাকো, এটাই নিদান / ওরে ভাই এটাই নিদান—-


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!