Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ৪, ২০২৩

‌নেতৃত্ব গেল বাভুমার, ভারতের বিরুদ্ধে একদিনের ও টি২০ দল থেকেও বাদ

আরম্ভ ওয়েব ডেস্ক
‌নেতৃত্ব গেল বাভুমার, ভারতের বিরুদ্ধে একদিনের ও টি২০ দল থেকেও বাদ

বিশ্বকাপে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেননি। ব্যাট হাতেও চূড়ান্ত ব্যর্থ। আর সেই ব্যর্থতার মাশুল গুনতে হল তেম্বা বাভুমাকে। শুধু অধিনায়কত্বই কেড়ে নেওয়া হয়নি, ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে দলেই জায়গা হল না তেম্বা বাভুমার। এমনকি টি২০ দলেও সুযোগ পাননি। তবে টেস্ট সিরিজে তিনি দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন। একদিনের ও টি২০ সিরিজে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে মিডল অর্ডার ব্যাটার এইডেন মার্করামের হাতে।
ভারতের বিরুদ্ধে সিরিজের জন্য সোমবারই দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘‌ভারতের বিরুদ্ধে একদিনের ও টি২০ সিরিজে তেম্বা বাভুমা ও কাগিসো রাবাদাকে বিশ্রাম দেওয়া হয়েছে। এই দুই ক্রিকেটারই টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নেবে।’‌ খারাপ ফর্মের জন্য আগেই টি২০ ক্রিকেটের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন বাভুমা। এবার একদিনের ক্রিকেটেও নেতৃত্ব হারালেন।
অনেকেই মনে করেন, সাদাবলের ক্রিকেটে ব্যাটিং আহামরি না হলেও নেতৃত্বের গুনের জন্যই দলে ছিলেন। এবছর একদিনের বিশ্বকাপেও ভাল নেতৃত্ব দিয়ে দলকে সেমিফাইনালে তুলেছিলেন। কিন্তু ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ। ৮ ম্যাচে মাত্র ১৪৫ রান করেছিলেন। একটাও হাফ সেঞ্চুরির ইনিংস খেলতে পারেননি। এই রকম ফর্ম নিয়ে যে নেতৃত্ব হারাবেন, এটা জানাই ছিল। তবে দল থেকে বাদ পড়বেন, এটা প্রত্যাশার বাইরে।
ফর্মে ফেরার জন্য বাভুমাকে ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ভারতের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেট চলাকালীন প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলবেন বাভুমা। তাঁকে ছাড়াও রাবাদা, জেরাল্ড কোয়েৎজি, মার্কো জানসেন, লুঙ্গি এনগিডিদেরও ঘরোয়া ক্রিকেটে খেলতে বলে হয়েছে। কোয়েৎজি, জানসেন ও এনগিডি টি২০ দলে রয়েছেন। সিরিজের প্রথম দুটি টি২০ ম্যাচের পর তাদের ছেড়ে দেওয়া হবে।
একদিনের সিরিজের জন্য ঘোষিত দক্ষিণ আফ্রিকা দল:‌ এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনেইল বার্টম্যান, নান্দ্রে বার্গার, টনি ডি জোরজি, রেজা হেনরিকস, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, মিহলালি এমপোঙ্গোয়ানা, ডেভিড মিলার, উইয়ান মাল্ডার, আন্দিলে ফিকোয়াও, তাবারেজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরেইনা ও লিজাড উইলিয়ামস।
টি২০ দল: এইডেন মার্করান (অধিনায়ক), ওতনেইল বার্টম্যান, ম্যাথিউ ব্রিজকে, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি, ডোনোভান ফেরেইরা, রেজা হেনরিকস, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আন্দিলে ফিকোয়াও, তাবারেজ শামসি, ট্রিস্টান স্টাবস ও লিজাড উইলিয়ামস।
টেস্ট দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি, টনি ডি জোরজি, ডিন এলগার, মার্কো জানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মাল্ডার, লুঙ্গি এনগিডি, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস ও কাইল ভেরেইনা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!