শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
নিষিদ্ধ হোক বিবিসি, আর্জি সর্বোচ্চ আদালতে।
বিবিসির তথ্যচিত্র ‘ইন্ডিয়াঃ দ্য মোদি কোয়েশ্চেন’ দেখানোর ব্যাপারে কেন্দ্রের আপত্তির কারণ জানতে চাইল সুপ্রিম কোর্ট। তিন সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে সরকারকে। মামলার পরবর্তী শুনানি এপ্রিলে।
বিবিসির বিতর্কিত তথ্যচিত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা জারির বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয় সুপ্রিম কোর্টে । শুক্রবার বিচারপতি সঞ্জীব খান্না ও এম এম সুন্দ্রেশের ডিভিশন বেঞ্চ টুইটার থেকে তথ্যচিত্রের লিংক সরিয়ে দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তের মূল খসড়া পেশ করবার নির্দেশ দিয়েছেন। সময়সীমা তিন সপ্তাহ। নির্ধারিত সময়সীমার মধ্যে হলফনামাসহ কেন্দ্রকে তাঁদের আপত্তির কারণ ব্যাখ্যা করতে হবে। পাশাপাশি তাঁরা আরও জানান, বিশ্ববিদ্যালয়ে তথ্যচিত্র দেখানোর জন্য শিক্ষার্থীদের শাস্তিদানের ব্যাপারটি আদালতে যেন টেনে না আনা হয়।
অন্যদিকে, বিবিসিকে সম্পূর্ণ রূপে ভারতে নিষিদ্ধ করবার দাবি জানিয়ে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে নির্মিত তথ্যচিত্রটি ‘ভারত এবং দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে হিন্দু সেনা সভাপতি বিষ্ণু গুপ্ত এবং জনৈক বীরেন্দ্রকুমার সিংহর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে এ মামলা দায়ের হয়েছে।
২০০২ সালের মার্চ মাসে ভয়াবহ গুজরাত দাঙ্গার প্রেক্ষিতে নির্মিত দুই পর্বের তথ্যচিত্রটির প্রথম পর্ব প্রকাশ্যে আসার পরই তা নিয়ে আপত্তি তোলে কেন্দ্রীয় সরকার। ভারত বিরোধী অপপ্রচারের অভিযোগে নিষিদ্ধও করা হয় বিতর্কিত তথ্যচিত্রটি। সেন্সরশিপের অভিযোগ তুলে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে দুটি পিটিশন দায়ের করা হয়। যার একটি যৌথভাবে করেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্র, সাংবাদিক এন রাম এবং আইনজীবী প্রশান্ত ভূষণ। আর অপর একটি করেন এমএল শর্মা। যিনি নিজেও আইনী পেশার সঙ্গে যুক্ত।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34