Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ১৪, ২০২৩

গুজরাট দাঙ্গা নিয়ে তথ্যচিত্রের বদলা ? বিবিসির অফিসে আয়কর হানা, কর্মীদের মোবাইল ফোন ও কম্পিউটার বাজেয়াপ্ত

আরম্ভ ওয়েব ডেস্ক
গুজরাট দাঙ্গা নিয়ে তথ্যচিত্রের বদলা ? বিবিসির অফিসে আয়কর হানা, কর্মীদের মোবাইল ফোন ও কম্পিউটার বাজেয়াপ্ত

দিল্লি ও মুম্বইয়ের অফিসে হানা দিল আয়কর দফতর । গুজরাত দাঙ্গা নিয়ে তথ্যচিত্র প্রদর্শন নিয়ে এমনিতেই কেন্দ্রের বাঁকা নজরে ছিল বিবিসি। তার মধ্যেই ভারতের দুই শহরে আয়কর দফতরের অভিযান নিয়ে ছড়িয়ে পড়লো বিতর্ক। সান্তাক্রুজ ও কালিনা নামক বিবিসির দুই  স্টুডিওয় আয়কর দফতর অভিযান চালিয়ে  বাজেয়াপ্ত করেছে  কর্মীদের ল্যাপটপ ও মোবাইল।  

২০০২ সালে গুজরাত দাঙ্গার ওপর একটি তথ্যচিত্রকে কেন্দ্র করে কেন্দ্রের চক্ষুশূল ছিল বিবিসি।সম্প্রচারে নিষেধাজ্ঞা জারিও করেছিল মোদি সরকার, পরে শীর্ষ আদালতের হস্তক্ষেপে পিছু হটে কেন্দ্র। যদিও বিবিসি ভারতে তা সম্প্রচার না করলেও, সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়েছিল। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেটি সম্প্রচারের ব্যবস্থাও করা হয়। সেই প্রদর্শন ঘিরেও জেএনইউ ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ঘটে। 

সেই আবহে প্রশ্ন উঠছে বিবিসির দফতরে আয়কর দফতরের আধিকারিকদের অকস্মাৎ অভিযান  ঘিরে উঠছে প্রশ্ন। রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করবার অভিযোগ দীর্ঘদিন ধরে করছেন বিরোধীরা। দিল্লি ও মুম্বাইয়ের দফতরে আজকের আয়কর হানার পর কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধী শিবির। সমাজবাদী নেতা অখিলেশ যাদব আদর্শগত জরুরি অবস্থা বলে মন্তব্য করেছেন আয়কর দফতরের এই অভিযানকে। 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!