- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ১৬, ২০২৩
৯৫১ কোটি টাকার মহিলা আইপিএলের মিডিয়া স্বত্ব পেল ভায়াকম ১৮

মহিলা আইপিএলের মিডিয়া স্বত্ব গেল ভায়াকম ১৮-র হাতে। ৯৫১ কোটি টাকার বিনিময়ে পাঁচ বছরের জন্য মহিলাদের আইপিএলের মিডিয়া স্বত্ব কিনে দিল এই সংস্থাটি। সোমবার টুইট করে এই খবর জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। এর ফলে আগামী পাঁচ বছর মহিলাদের আইপিএলের প্রতিটি ম্যাচের মূল্য দাঁড়াবে ৭.০৯ কোটি টাকা।
গত বছর অক্টোবর মাসে বার্ষিক সাধারণ সভায় ঐতিহাসিক মহিলাদের আইপিএল এর জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পাঁচটি দলকে নিয়ে এবছর মহিলাদের আইপিএলের প্রথম সংস্করণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ফ্র্যাঞ্চাইজির জন্য দরপত্র আহ্বান করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২৩ জানুয়ারি দরপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৫ জানুয়ারি নিলাম হবে। সেদিন পাঁচটি দলের নাম ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।
টুইটারে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বলেছেন, “মহিলাদের আইপিএলের মিডিয়ার স্বত্ব পাওয়ার জন্য ভায়াকম ১৮-কে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। ৯৫১ কোটি টাকার বিনিময়ে তারা এই মিডিয়া স্বত্ব পেয়েছে। অর্থাৎ প্রতিটা ম্যাচের মূল্য ৭.০৯ কোটি টাকা। যা মহিলাদের ক্রিকেটে জন্য দারুন ব্যাপার।” যদিও মহিলাদের আইপিএল কবে থেকে শুরু হবে সে ব্যাপারে দিনক্ষণ চূড়ান্ত করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সূত্রের খবর, পুরুষদের আইপিএলের আগেই অনুষ্ঠিত হবে। মার্চ-এপ্রিল নাগাদ হওয়ার কথা। এ মাসেই ফ্র্যাঞ্চাইজি বেছে নেওয়া হবে। তারপর ক্রিকেটারদের জন্য নিলাম হবে।
❤ Support Us