Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ২৭, ২০২৩

ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে রদবদল। ‘‌এ প্লাস’‌–এ জাদেজা, নেমে গেলেন লোকেশ রাহুল

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে রদবদল। ‘‌এ প্লাস’‌–এ জাদেজা, নেমে গেলেন লোকেশ রাহুল

চোট সারিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দুরন্ত পারফরমেন্স। আর সেই পারফরমেন্সের পুরস্কার পেলেন রবীন্দ্র জাদেজা। বোর্ডের চুক্তির ‘‌এ প্লাস’ তালিকায় জায়গা পেয়েছেন ভারতীয় দলের এই স্পিনার অলরাউন্ডার। ‘‌এ’‌ তালিকা থেকে নেমে গেছেন লোকেশ রাহুল। শিখর ধাওয়ানের জায়গা হয়েছে ‘‌সি’‌ গ্রেডে। বোর্ডের চুক্তি তালিকা থেকে বাদ পড়েছেন ঋদ্ধিমান সাহা , অজিঙ্কা রাহানে, ইশান্ত শর্মারা।

রবিবার ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তির কথা ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ‘‌এ প্লাস’‌ গ্রেডে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, যসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা। ‘‌এ’‌ গ্রেডে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি, ঋষভ পন্থ ও অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেল ও হার্দিক পাণ্ডিয়া ‘‌বি’‌ গ্রেড থেকে উঠে এসেছেন ‘‌এ’‌ গ্রেডে। হার্দিক ছিলেন ‘‌বি’‌–তে, অক্ষর ছিলেন ‘‌সি’‌ গ্রেডে। গ্রেড ‘‌বি’‌–তে রয়েছেন চেতেশ্বর পুজারা, লোকেশ রাহুল, শ্রেয়স আয়ার, মহম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব ও শুভমান গিল। শুভমান গিল ও সূর্যকুমার যাদব ‘‌সি’‌ গ্রেড থেকে উঠে এলেন ‘‌বি’‌ গ্রেডে।

গ্রেড ‘‌সি’‌–তে রয়েছেন উমেশ যাদব, শিখর ধাওয়ান, শার্দুল ঠাকুর, ঈশান কিষাণ, দীপক হুডা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং ও কেএস ভরত। শার্দুল ঠাকুর ‘‌বি’‌ গ্রেড থেকে ‘‌সি’‌–তে নেমে গেছেন।  কুলদীপ যাদব, ঈশান কিষাণ, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং, কেএস ভরত এই প্রথম বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে এলেন। অজিঙ্ক রাহানে ও ইশান্ত শর্মা আগে ছিলেন গ্রেড ‘‌বি’‌–তে। তাঁরা চুক্তির বাইরে চলে যাওয়ায় ভবিষ্যৎও নির্ধারিত হয়ে গেল। নতুন তালিকায় রাহানে, ইশান্তের সঙ্গে নাম নেই ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক আগরওয়াল, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা এবং দীপক চাহারের।

‘‌এ প্লাস’‌ গ্রেডে থাকা ক্রিকেটাররা বছরে পাবেন ৭ কোটি টাকা। গ্রেড ‘‌এ’‌, ‘‌বি’‌ ও ‘‌সি’–তে থাকা ক্রিকেটাররা পাবেন যথাক্রমে ৫ কোটি টাকা, ৩ কোটি টাকা ও ১ কোটি টাকা করে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!