Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ২৩, ২০২৩

টেস্ট দল থেকে বাদ পুজারা, নেতৃত্বে রোহিতই, সহকারী রাহানে

আরম্ভ ওয়েব ডেস্ক
টেস্ট দল থেকে বাদ পুজারা, নেতৃত্বে রোহিতই, সহকারী রাহানে

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষিত হল ভারতীয় দল। টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছে চেতেশ্বর পুজারা ও উমেশ যাদব। মহম্মদ সামিকে বিশ্রাম দেওয়া হয়েছে। টেস্ট সিরিজের দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। সহ অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে অজিঙ্কা রাহানের হাতে। আর একদিনের সিরিজে দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারত ২টি টেস্ট, ৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও ৫টি টি ২০ আন্তর্জাতিক খেলবে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকেই চেতেশ্বর পুজারাকে নিয়ে প্রশ্ন উঠেছিল। রাহানের সঙ্গে দল থেকে বাদও পড়েছিলেন। ঘরোয়া ক্রিকেটে রান করে আবার দলে ফিরে আসেন। তবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে নিজেকে ভালভাবে মেলে ধরতে পারেননি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ব্যর্থ। তাই তাঁর ওপর আর ভরসা করলেন না নির্বাচকরা। টেস্ট দলে নতুন মুখ যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়। পুজারার জায়গায় এই দুজনের মধ্যে একজনকে খেলানো হতে পারে।
অন্যদিকে, মুকেশ কুমারও টেস্ট দলে আবার ডাক পেলেন। গতবছর চোট পাওয়া মহম্মদ সামির পরিবর্তে বামলাদেশের বিরুদ্ধে টেস্টে ডাক পেয়েছিলেন। টেস্ট দলে ফেরানো হয়েছে নভদীপ সাইনিকেও। নভদীপ সাইনি ২০২১ সালে গাব্বা টেস্টের পর ফের টেস্ট দলে সুযোগ পেলেন। যশস্বী, মুকেশ কুমার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের সঙ্গে ছিলেন স্ট্যান্ডবাই হিসেবে। ফলে পূজারা, উমেশের বাদ পড়া ছাড়া তেমন রদবদল নেই টেস্ট দলে। ৫ মাস পর টেস্ট দলে কামব্যাক করে ভারতের হয়ে সর্বাধিক রান করেছিলেন অজিঙ্ক রাহানে। তাঁর হাতেই টেস্ট দলের সহ অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের কথা ভেবে যশস্বী, ঋতুরাজ, মুকেশ কুমার, নভদীপ সাইনির মতো তরুণ তুর্কিতে আস্থা রাখলেন নির্বাচকরা। একদিনের আন্তর্জাতিক দলে ফেরানো হয়েছে সঞ্জু স্যামসনকে। প্রথম একাদশে উইকেটকিপারের জায়গাটির জন্য তাঁর লড়াই হবে ঈশান কিষাণের সঙ্গে। একদিনের দলেও রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড় ও মুকেশ কুমার।
ঘোষিত টেস্ট দল :‌ রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), কেএস ভরত (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, নভদীপ সাইনি।
ঘোষিত ওডিআই দল- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া (সহ অধিনায়ক), শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, মহম্মদ সিরাজ, উমরান মালিক, মুকেশ কুমার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!