- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১৩, ২০২৩
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দল, ঠাঁই হল না বাংলার কোনও ক্রিকেটারের
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ঘোষিত হল ভারতীয় দল। দলে কোনও চমক নেই। প্রত্যাশিতভাবেই বাংলা থেকে সুযোগ পাননি কোনও ক্রিকেটার। মূলত এশিয়া কাপের দলটাকেই ধরে রাখা হয়েছে। এশিয়া কাপ শেষেই দক্ষিণ আফ্রিকা উড়ে যাবে ভারতীয় দল। সেখানে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় প্রতিযোগিতাতে অংশ নেবে।
মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের জুনিয়র নির্বাচক কমিটি বিশ্বকাপের এবং ত্রিদেশীয় সিরিজের জন্য দল বেছে নিতে বসেছিল। বাংলা থেকে কোনও ক্রিকেটারই সুযোগ পাননি। ঘোষিত দলে সুযোগ পেয়েছেন: আর্নিশ কুলকার্নি (মহারাষ্ট্র), আদর্শ সিং (উত্তরপ্রদেশ), রুদ্র ময়ূর প্যাটেল (গুজরাত), সচিন ধাস (মহারাষ্ট্র), প্রিয়াংশু মোলিয়া (বরোদা), মুশির খান (মুম্বই), পাঞ্জাবের উদয় সাহারান (অধিনায়ক), হায়দরাবাদের আরাবেল্লী অবিনাশ রাও (উইকেটরক্ষক), মধ্যপ্রদেশের সাউমি পাণ্ডে (সহ অধিনায়ক), মুরুগান অভিষেক (হায়দরাবাদ), হিমাচল প্রদেশের ইন্নেশ মহাজন (উইকেটকিপার), ধনুশ গৌড়া (কর্নাটক), আরাধ্য শুক্লা (পাঞ্জাব), রাজ লিম্বানি (বরোদা), নমন তিওয়ারি (উত্তরপ্রদেশ)।
ত্রিদেশীয় সিরিজের জন্য রিজার্ভ হিসেবে রয়েছেন প্রেম দেবকর (মুম্বই), অংশ গোসাই (সৌরাষ্ট্র), মহম্মদ আমান (উত্তরপ্রদেশ)। ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে দিগ্বিজয় পাটিল (মহারাষ্ট্র), জয়ন্ত গয়াত (হরিয়ানা), পি ভিগনেশ (তামিলনাডু), কিরণ চোরমালে (মহারাষ্ট্র)।
এশিয়া কাপ শেষ করেই দক্ষিণ আফ্রিকা উড়ে যাবে ভারতীয় দল। বিশ্বকাপের প্রস্তুতির অঙ্গ হিসেবে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে। ভারত ছাড়াও এই সিরিজে খেলবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। ২৯ ডিসেম্বর থেকে সিরিজ শুরু। ১০ জানুয়ারি পর্যন্ত চলবে। ১৯ জানুয়ারি থেকে বিশ্বকাপ শুরু। ভারতের সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, আয়ারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ২০ জানুয়ারি, বাংলাদেশের বিরুদ্ধে। ২৫ জানুয়ারি আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ। গ্রুপ লিগে ভারতের শেষ ম্যাচ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।
❤ Support Us