- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ১৬, ২০২৫
গম্ভীর সুপারিশ, ভারতীয় ক্রিকেট বোর্ডের ব্যাটিং কোচ হলেন সীতাংশু কোটাক

দলে গৌতম গম্ভীরের মতো হেড কোচ, অভিষেক নায়ারের মতো সহকারী কোচ। তারপরেও ব্যাটিং কোচের প্রয়োজন হয় ? ভারতীয় দলে এখন সাপোর্ট স্টাফের রমরমা। আগে ছিলেন ৫ জন। যুক্ত হল আরও একজন, মোট ৬। এবার ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করা হল সীতাংশু কোটাককে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ থেকেই ভারতীয় দলে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন তিনি।
অস্ট্রেলিয়া সিরিজে ব্যর্থতার পর গত ১১ জানুয়ারি প্রধান নির্বাচক অজিত আগরকার, হেড কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বৈঠকে বসেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। সেই পর্যালোচনা বৈঠকে বোর্ড কর্তাদের কাছে একজন ব্যাটিং কোচের দাবি জানান গৌতম গম্ভীর। দলের সাপোর্ট স্টাফ নিয়োগের ব্যাপারে বরাবরই গম্ভীরের মতামতকে গুরুত্ব দিয়ে এসেছে বোর্ড। ব্যাটিং কোচের ক্ষেত্রেও গম্ভীরের দাবি মেনে নিল। আগেই ছিলেন বোলিং কোচ মর্নি মরকেল, সহকারী কোচ রায়ান টেন দুশখাতে ও অভিষেক নায়ার এবং ফিল্ডিং কোচ টি দিলীপ। তাঁদের সঙ্গেই এবার যুক্ত হলেন সীতাংশু কোটাক।
প্রায় ২০ বছর ধরে দাপটের সঙ্গে সৌরাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন সীতাংশু কোটাক। অবসরের পর থেকে কোচিং করছেন। ২০১৯ সাল থেকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে রয়েছেন। ভারতীয় ‘এ’ দলের হেড কোচের দায়িত্ব সামলেছেনও। ভারতের সিনিয়র দলেও একসময় কাজ করেছেন সীতাংশু কোটাক। ভারতীয় ‘এ’ দলের কোচ হিসেবে একাধিক বিদেশ সফরে গিয়েছেন। ভিভিএস লক্ষ্মণ যখন হেড কোচ হিসেবে বিভিন্ন সিরিজে দল নিয়ে গিয়েছেন, তাতেও সহকারী কোচের ভূমিকায় দেখা গিয়েছে কোটাককে। আইপিএলে গুজরাট লায়ন্সের সহকারী কোচের দায়িত্বও সামলেছেন সীতাংশু।
১৩০টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন সীতাংশু কোটাক। রান করেছেন ৮০৬১, ১৫টি শতরান ও ৫৫টি অর্ধশতরান রয়েছে। উইকেট নিয়েছেন ৭০টি। লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ৮৯টি। রান করেছেন ৩০৮৩। রয়েছে তিনটি সেঞ্চুরি ও ২৬টি হাফ সেঞ্চুরি। উইকেট নিয়েছেন ৫৪টি। সৌরাষ্ট্রের অধিনায়ক ছিলেন। একসময় কোচের দায়িত্বও সামলেছিলেন।
❤ Support Us