- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ৫, ২০২২
আফ্রিদির মন্তব্য উড়িয়ে যোগ্য জবাব ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট রজার বিনির

টি২০ বিশ্বকাপে সেমিফাইনাল থেকে সামান্যই দুরে আছে ভারত। রবিবার গ্রুপের শেষ ম্যাচে জিম্বাবোয়েকে হারালেই সেমিফাইনালের ছাড়পত্র এসে যাবে। আগের ম্যাচে বাংলাদেশকে ৫ রানে হারিয়েছে ভারত। বৃষ্টির জন্য খেলাটা কিছুক্ষণ বন্ধ ছিল। মাঠ ভেজা থাকলেও পরে ম্যাচ শুরু হয়। আম্পায়ারদের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অনেকেই। পাকিস্তানের শাহিদ আফ্রিদি সরাসরি আইসিসি–কে অভিযুক্ত করেছিলেন। তিনি পরিস্কার বলেছিলেন, ভারতকে যে কোনও মূল্যে সেমিফাইনালে খেলাতে চায় আইসিসি। আফ্রিদির এই মন্তব্য মেনে নিতে পারেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রজার বিনি। আফ্রিদির অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছেন তিনি।
এই প্রসঙ্গে রজার বিনি বলেন, ‘আইসিসির ভারতীয় দলের পক্ষ নেওয়ার অভিযোগ সঠিক নয়, সবার সঙ্গে সমান আচরণ করা হয়। ভারত ক্রিকেটে একটি পাওয়ার হাউস ঠিকই, কিন্তু আইসিসি আমাদের সাথে অন্য দলের মতো আচরণ করে। আমি মনে করি না আইসিসি আমাদের পক্ষ নেবে। প্রতিটি দলকে সমানভাবে বিবেচনা করা হয়।’
চলটি টি২০ বিশ্বকাপে ভারতের ওপেনিং জুটিতে এখনও বড় রান আসেনি। দলকে সাফল্য পেতে গেলে ওপেনিং জুটিকে জ্বলে উঠতে হবে বলে মনে করেন রজার বিনি। পাওয়ার প্লে–তে ভারতীয় দলের ওপেনারদের ভূমিকা কেমন হওয়া উচিত, সে প্রসঙ্গে তিনি বলেন, ‘পাওয়ার প্লে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। আমার মনে হয় ওপেনারদের ভাল শুরু করাটা জরুরি। যদি শুরুটা ভাল হয়, তাহলে জেতার সুযোগ অনেক বেড়ে যায়। কয়েকটা দল রান তাড়া করতে পছন্দ করে। তারা প্রথমে ব্যাট করে খুশি হয় না। কারণ যত খেলা গড়ায় উইকেট ক্রমশ স্লো হয়ে যায়।’
কপিলদেবের হাত ধরে ১৯৮৩ সালে একদিনের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। টি২০ ও একদিনের মিলিয়ে দু’বার বিশ্বকাপ জিতেছেন মহেন্দ্র সিং ধোনি। এখন দেশকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। এই তিন প্রজন্মের নেতার তুলনা করতে রাজি নন ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট রজার বিনি। প্রত্যেকের নেতৃত্ব দেওয়ার ধরণ আলাদা বলে মনে করেন তিনি। কপিল, ধোনি ও রোহিতের নেতৃত্বের তুলনা প্রসঙ্গে বিনি বলেন, ‘রোহিত অভিজ্ঞ ক্রিকেটার। দেশের হয়ে অনেক ম্যাচ খেলেছে। নানা রকম পরিস্থিতির সম্মুখীন হয়েছে। প্রত্যেক অধিনায়কের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গী। ধোনি সম্পূর্ণ আলাদা। অন্য কারও সঙ্গে ওর তুলনা হয় না। কপিল কিংবা গাভাসকার অন্যরকমভাবে দলকে নেতৃত্ব দিত। সুতরাং কারও সঙ্গে কারও তুলনা কার যায় না।’
❤ Support Us