Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ১৫, ২০২৪

২৩ নভেম্বর থেকে প্রতিযোগিতা শুরু, সৈয়দ মুস্তাক আলি থেকে তুলে দেওয়া হল ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম

আরম্ভ ওয়েব ডেস্ক
২৩ নভেম্বর থেকে প্রতিযোগিতা শুরু, সৈয়দ মুস্তাক আলি থেকে তুলে দেওয়া হল ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম

আইপিএলের নিলামের আগেই অনুষ্ঠিত হতে চলেছে সৈয়দ মুস্তচাক আলি টি২০ প্রতিযোগিতা। ২৩ নভেম্বর প্রতিযোগিতা শুরু হবে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এবারের প্রতিযোগিতায় নতুন নিয়ম নিয়ে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলে থাকলেও সৈয়দ মুস্তাক আলি টি২০ প্রতিযোগিতায় ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম তুলে দেওয়া হয়েছে। সব রাজ্য সংস্থাকেই ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই নতুন নিয়মের কথা জানানো হয়েছে।
ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম প্রথম সৈয়দ মুস্তাক আলি টি২০ প্রতিযোগিতাতেই পরীক্ষামূলকভাবে চালু করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে তা আইপিএলে অন্তর্ভূক্ত করা হয়। অথচ আইপিএলে রেখে দেওয়া হলেও সৈয়দ মুস্তাক আলি প্রতিযোগিতা থেকেই তুলে দেওয়া হল। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠকে আইপিএলের ফ্র‌্যাঞ্চাইজিগুলির কর্তারা ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম তুলে দেওয়ার জন্য আবেদন করেছিলেন। তাঁদের যুক্তি ছিল, ইমপ্যাক্ট ক্রিকেটারের নিয়মের ফলে অলরাউন্ডারদের গুরুত্ব কমে গেছে। বোর্ড অবশ্য আইপিএলে ইমপ্যাক্ট ক্রিকেটারের নিয়ম রেখে দিয়েছে। তবে ওভারে ২টি বাউন্সার দেওয়ার নিয়মে কোনও পরিবর্তন করা হয়নি।
আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম রেখে দেওয়ার পেছন আসল কারণ সম্প্রচারকারী সংস্থা। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের জন্যই আইপিএলের অধিকাংশ ম্যাচ হাই স্কোরিং হয়েছে। এতে খেলা আরও আকর্ষক হয়েছে। তাই সম্প্রচারকারী সংস্থা চায়নি ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম তুলে দেওয়া হোক। যদিও অনেক প্রাক্তন ক্রিকেটার এই নিয়মের বিরুদ্ধে। তাঁদের মতে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মের জন্যই অলরাউন্ডারদের প্রতিভার বিকাশ হচ্ছে না। ভাল অলরাউন্ডার উঠে আসছে না। ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মের সুবিধা নিতে অলরাউন্ডার না খেলিয়ে বিভিন্ন দল বিশেষজ্ঞ ব্যাটার কিংবা বোলার খেলায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!