Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২৯, ২০২৩

বোর্ডের প্রস্তাবে সাড়া, হেড কোচের দায়িত্বে থাকছেন রাহুল দ্রাবিড়ই

আরম্ভ ওয়েব ডেস্ক
বোর্ডের প্রস্তাবে সাড়া, হেড কোচের দায়িত্বে থাকছেন রাহুল দ্রাবিড়ই

যাবতীয় জল্পনা–কল্পনার অবসান। রোহিত শর্মাদের হেড স্যারের দায়িত্বে থাকছেন রাহুল দ্রাবিড়ই। ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে মেয়াদ বাড়ানোর জন্য যে প্রস্তাব দিয়েছিল, তাতে রাজি হয়েছেন দ্রাবিড়। তাঁর সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দ্রাবিড়ের পাশাপাশি সাপোর্ট স্টাফদেরও চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।
২০২১ সালের নভেম্বরে ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। ২০২৩ একদিনের বিশ্বকাপ ক্রিকেট পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ছিল। বিশ্বকাপ ফাইনালে চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর দ্রাবিড় ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়ে দেন তিনি আর দায়িত্ব থাকতে রাজি নন।
এরপর বোর্ড সচিব জয় শাহ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠক করেন। তিনি দ্রাবিড়কে চুক্তি বাড়ানোর জন্য প্রস্তাব দেন। আসলে গত দু’‌বছরে দ্রাবিড় এবং তাঁর সাপোর্ট স্টাফরা যেভাবে ভারতীয় দলকে তৈরি করেছেন, তাতে সন্তুষ্ট বোর্ড কর্তারা। তাই দ্রাবিড়কে হেড কোচ হিসেবে চেয়েছিলেন তাঁরা। কিন্তু দ্রাবিড় রাজি হচ্ছিলেন না। আইপিএলের বিভিন্ন ফ্র‌্যাঞ্চাইজি থেকেও দ্রাবিড়কে মেন্টর হওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রস্তাবেই সম্মত হলেন তিনি।
চুক্তির মেয়াদ কতদিন বাড়ানো হয়েছে সে ব্যাপারে এখনও পরিষ্কারভাবে বোর্ডের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে ২০২৪ টি২০ বিশ্বকাপ পর্যন্ত দ্রাবিড় দায়িত্বে থাকছেন। দ্রাবিড় চুক্তি বাড়ানোর প্রস্তাবে রাজি হওয়ায় খুশি ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট রজার বিনি। তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘‌ভারতের সাফল্যের পিছনে রাহুল দ্রাবিদের দূরদর্শিতা, পেশাদারিত্ব এবং অদম্য পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভারতীয় দলকে যেভাবে সাফল্যের রাস্তায় এগিয়ে নিয়ে গেছে তার জন্য কৃতজ্ঞতা জানাই। শুধুমাত্র চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য নয়, দলের উন্নতির জন্যও ভারতীয় দলের পারফরমেন্স দ্রাবিড়ের কৌশলগত দিকনির্দেশনার প্রমাণ। দ্রাবিড় প্রধান কোচ হিসেবে থাকার প্রস্তাব গ্রহণ করায় আমি দারুণ খুশি। এই সিদ্ধান্তে পারস্পরিক শ্রদ্ধা ফুটে উঠেছে। দ্রাবিড়ের কোচিংয়েই ভারত সাফল্যের অগ্রগতি চালিয়ে যাবে এবং নতুন মানদন্ড স্থাপন করবে।’‌
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‌ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং সাপোর্ট স্টাফদের চুক্তির মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করছে। দ্রাবিড়ের সঙ্গে বোর্ডের আলোচনা ফলপ্রসূ হয়েছে। সদ্য সমাপ্ত একদিনের বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড়ের যুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। এবং তিনি মেয়াদ বাড়াতে সম্মত হয়েছেন। ভারতীয় দলের সাফল্যের পেছনে দ্রাবিড়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বোর্ড ভিভিএস লক্ষ্মণকে এনসিএ–র প্রধান এবং স্ট্যান্ড–ইন হেড কোচ হিসাবে তার অনুকরণীয় ভূমিকার জন্য প্রশংসা করছে।’‌
দ্রাবিড় তার পুনর্নবীকরণের বিষয়েও মুখ খুলেছেন। তিনি বলেছেন, ‘‌টিম ইন্ডিয়ার সাথে গত দুবছর দারুণভাবে স্মরণীয় ছিল। একসাথে আমরা উত্থান–পতনের সাক্ষী হয়েছি। এই যাত্রায় সকলের সমর্থন পেয়েছি। ড্রেসিংরুমে আমরা যে সংস্কৃতি স্থাপন করেছি, তার জন্য আমি সত্যিকারের অর্থে গর্বিত। আমাদের দলের যে দক্ষতা এবং প্রতিভা রয়েছে তা এককথায় অসাধারণ। আমরা যাতে জোর দিয়েছিলাম, তা হল সঠিকভাবে প্রক্রিয়া অনুসরণ করা। যা সামগ্রিক ফলাফলের ওপর সরাসরি প্রভাব ফেলেছে৷ আমার ওপর আস্থা রাখার জন্য, আমার দৃষ্টিভঙ্গি সমর্থন করার জন্য এবং পাশে দাঁড়ানোর জন্য বোর্ডকে ধন্যবাদ জানাই৷’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!