- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ২৯, ২০২৩
দ্রাবিড়কে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিল ভারতীয় ক্রিকেট বোর্ড
বিশ্বকাপের ফাইনালের দিনই রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড। রাহুল দ্রাবিড়ও বোর্ড কর্তাদের জানিয়েছিলেন তিনি আর দায়িত্ব পালন করতে আগ্রহী নন। অনেকেই মনে করছিলেন, দ্রাবিড়ের পরিবর্তে হয়তো ভিভিএস লক্ষ্মণের হাতেই রোহিত শর্মাদের দায়িত্ব তুলে দেওয়া হবে। কিন্তু রাহুল দ্রাবিড়কেই আবার কোচ হিসেবে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের পক্ষ থেকে দ্রাবিড়কে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করতে না পারলেও দ্রাবিড়ের পারফরমেন্সে খুশি বোর্ড কর্তারা। ক্রিকেটাররাও দ্রাবিড়কে নিয়ে সন্তুষ্ট। রোহিত শর্মারাও চান হেড স্যার হিসেবে রাহুল দ্রাবিড়ই থেকে যান। এই ব্যাপারে নিজেদের ইচ্ছের কথা বোর্ড সচিব জয় শাহ–কে জানিয়েছেন রোহিতরা। বিষয়টি নিয়ে বোর্ড সচিব নিজেই দ্রাবিড়ের সঙ্গে কথা বলেছেন। তাঁর সঙ্গে চুক্তি আরও ২ বছর বাড়াতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও দ্রাবিড় এখনও নিজের সিদ্ধান্তের কথা জানাননি। শোনা যাচ্ছিল, জাতীয় দলের দায়িত্ব ছেড়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসের মেন্টরের দায়িত্ব নেবেন দ্রাবিড়। রাজস্থান রয়্যালস নাকি তাঁর সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে।
একান্তই যদি দ্রাবিড় দীর্ঘমেয়াদি দায়িত্ব নিতে রাজি না হন, সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা সফর পর্যন্ত কাজ চালানোর অনুরোধ করবে বোর্ড। এই মুহূর্তে ভারতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ভিভিএস লক্ষ্মণ। দক্ষিণ আফ্রিকা সফরে দ্রাবিড় ও লক্ষ্মণ, দুজনেরই ভিসা করানো হচ্ছে। কোচ হিসেবে দুজনকেই পাঠাতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। সিরিজের শুরুতেই টি২০ সিরিজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা দলকেই পাঠাতে চাইছে ভারতীয় বোর্ড। আর একদিনের ও টেস্ট সিরিজে রোহিত শর্মাদের সঙ্গে রাহুল দ্রাবিণকে পাঠাতে চাইছে। তবে সবটাই নির্ভর করবে দ্রাবিড়ের সিদ্ধান্তর ওপর।
২০২১ টি২০ বিশ্বকাপ পরযন্ত রবি শাস্ত্রী হেড কোচের দায়িত্বে ছিলেন। তাঁর মেয়াদ শেষ হলে ওই বছরের নভেম্বরে ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব নেন দ্রাবিড়। ২০২৩ একদিনের বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল। তাঁর কোচিংয়ে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও একদিনের বিশ্বকাপ ফাইনালে হারলেও এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে। দ্রাবিড়ের কোচিংয়েই তিন সংস্করণে ভারত আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছেছে।
❤ Support Us