- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ১৯, ২০২৫
অক্টোবরে ভারতে মহিলাদের একদিনের বিশ্বকাপ, শনিবার গঠিত হবে আয়োজক কমিটি

২০২৩ সালে ভারতে বসেছিল পুরুষদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের আসর। ২ বছরের মধ্যে আরও একটা বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারতে। এবছর অক্টোবরে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব ভারতীয় ক্রিকেট বোর্ডের ঘাড়ে। বিশ্বকাপের ভেন্যু ও আয়োজক কমিটি গঠন করতে ২২ মার্চ শনিবার কলকাতায় অ্যাপেক্স কাউন্সিলের জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।
২০১৩ সালে প্রথমবার মহিলাদের একদিনের বিশ্বকাপ আয়োজন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ১২ বছর পর আবার আয়োজনের দায়িত্ব। অক্টোবরে সময় নির্ধারিত হলেও এখনও সূচি ঠিক হয়নি। বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের জরুরি বৈঠকে সূচি নিয়ে আলোচনা হবে। কোন কোন মাঠে বিশ্বকাপের ম্যাচ দেওয়া হবে, তা নিয়েও বৈঠকে আলোচনা করা হবে। এছাড়া বিশ্বকাপের আয়োজক কমিটিও গঠন করা হবে।
মহিলাদের বিশ্বকাপ ছাড়াও ২০২৫–২৬ মরশুমের ঘরোয়া ক্রিকেট কীভাবে আয়োজন করা হবে তা নিয়েও আলোচনা হবে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের এই জরুরি বৈঠকে। আসন্ন ক্রিকেট মরশুমে ভারত সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। এই দুই সিরিজের টেস্ট ম্যাচগুলি কোথায় হবে তাও চূড়ান্ত করা হবে। বোর্ডে সচিব, যুগ্ম সচিব থেকে কোষাধ্যক্ষ পদে বদল এসেছে। বিসিসিআইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে সই করার অধিকার কাদের থাকবে সে বিষয়টিও চূড়ান্ত হবে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে।
এদিকে, কেন্দ্রীয় সরকার ভারতীয় ক্রিকেট বোর্ডকে নির্দেশিকা পাঠিয়েছে, ক্রিকেট মাঠে কোনও রকম তামাক ও অ্যালকোহলের প্রচার চালানো যাবে না। এই সংক্রান্ত কোনও সারোগেট বিজ্ঞাপনও রাখা যাবে না। আইপিএল থেকেই তা কার্যকর করতে হবে। ফলে সেই বিষয়টিও শনিবারের বৈঠকের অ্যাজেন্ডায় রয়েছে। সরকারের নির্দেশ মেনে তামাক ও ক্রিপ্টো কারেন্সি সংক্রান্ত বিজ্ঞাপনের বিষয়ে বোর্ডের অবস্থান সুনির্দিষ্ট হতে পারে শনিবারের বৈঠকে।
❤ Support Us