Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ২৮, ২০২৪

ক্রিকেট বোর্ডের একাংশের পছন্দ গম্ভীর, দায়িত্ব নিক ধোনি বার্তা রাজকুমারের

আরম্ভ ওয়েব ডেস্ক
ক্রিকেট বোর্ডের একাংশের পছন্দ গম্ভীর, দায়িত্ব নিক ধোনি বার্তা রাজকুমারের

আসন্ন টি২০ বিশ্বকাপের পরই মেয়াদ শেষ হচ্ছে রাহুল দ্রাবিড়ের মেয়াদ। তাঁর জায়গায় ভারতীয় দলের নতুন ‘‌্হেড স্যর’‌ কে হবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। সোমবরাই ছিল কোচের পদের জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিন। কারা কারা আবেদন করেছেন, সে সম্পর্কে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি। শোনা যাচ্ছে বেশ কয়েকজন প্রাক্তন ভারতীয় তারকা আবেদন করেছেন। বোর্ড কোনও ভারতীয় কোচের হাতেই দায়িত্ব তুলে দিতে চায়। এই ব্যাপারে এগিয়ে রয়েছেন গৌতম গম্ভীর। তবে বিরাট কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা চান মহেন্দ্র সিং ধোনিকে ভারতীয় কোচের হট সিটে দেখতে।

ইন্ডিয়া নিউজের এক অনুষ্ঠানে রাজকুমার শর্মা বলেন, ‘‌ভারতীয় দলের হেড কোচের পদের জন্য যারা আবেদন করছে, নিশ্চয় আকর্ষণীয় নাম হবে। আমি চাই একজন ভারতীয়ই হেড কোচের দায়িত্বে আসুক। মহেন্দ্র সিং ধোনি যদি অবসর নেয়, তাহলে সে একজন ভাল বিকল্প হতে পারে। ধোনি অনেক ক্রিকেট খেলেছে এবং বড় বড় টুর্নামেন্ট জিতেছে। ধোনির পোশাকের প্রতি সম্মান থাকবে। দুটি বিশ্বকাপ ট্রফিসহ সাফল্য পাওয়া অধিনায়ক। ধোনি যখন অধিনায়কের দায়িত্ব নিয়েছিল, ভারতীয় দলে বড় বড় নাম দিয়ে ভরা ছিল। ধোনি বেশ ভালোভাবেই তাদের সামলেছিলেন।’‌

রাজকুমার শর্মা আরও বলেন, ‘‌ড্রেসিংরুমে ধোনির দারুণ সম্মান থাকবে। কারণ, তিনি দীর্ঘদিন ধরে এই ফর্ম্যাটে খেলেছেন। দলের জন্য পরিকল্পনা করতে এবং সঠিকভাবে পরিচালনা করতে ধোনি সক্ষম হবে। ধোনিকে এই দলে সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ ও যখন অধিনায়ক হয়, সেই দলে শচীন তেন্ডুলকার, বীরেন্দ্র শেহবাগ, রাহুল দ্রাবিড়, হরভজন সিং, অনিল কুম্বলে, গৌতম গম্ভীর, যুবরাজ সিংয়ের মতো তারকারা ছিল। তা সত্ত্বেও ধোনি দুর্দান্তভাবে দলকে পরিচালনা করেছিল।’‌ ২০২১ সালে সংযুক্ত আরব আমিরশাহীতে টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের পরামর্শদাতা হিসাবে কাজ করেছিলেন ধোনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!