Advertisement
  • ভা | ই | রা | ল মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ১১, ২০২৩

ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ শেষে মেজাজ হারালেন সাকিব। ভক্তকে টুপি ছুঁড়ে জড়ালেন বিতর্কে

আরম্ভ ওয়েব ডেস্ক
ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ শেষে মেজাজ হারালেন সাকিব। ভক্তকে টুপি ছুঁড়ে জড়ালেন বিতর্কে

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বিতর্কিত চরিত্র সাকিব আল হাসান। আগে বোর্ডের সঙ্গে বারবার বিতর্কে জড়িয়েছেন। এমনকি সতীর্থদের সঙ্গে বিতর্কে জড়াতে দেখা গেছে। এবার টুপি ছুঁড়ে মারলেন এক ভক্তকে। যদিও এই ধরনের ঘটনা প্রথম নয়। এর আগেও এক ভক্তকে ফোন ছুঁড়ে মেরেছিলেন সাকিব।

বৃহস্পতিবার চট্টগ্রামে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ ছিল বাংলাদেশের। সেই ম্যাচ খেলেই এক বাণিজ্যিক সংস্থার প্রচারে গিয়েছিলেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব। অনুষ্ঠান শেষ করে হোটেলে ফেরার জন্য যখন তিনি গাড়িতে উঠতে যাচ্ছিলেন, সেই সময় ভিড়ের মাঝে এক ভক্ত সাকিবের টুপি ধরে টান মারেন। সেই ভক্তের আচরণে মেজাজ হারিয়ে ফেলেন সাকিব। তারপর চড়াও হন ওই ভক্তের ওপর। ভিড়ের মাঝেই তাঁকে টুপি ছুঁড়ে মারেন। ওই ভক্তকে টুপি ছুঁড়ে মারার ছবি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই সাকিবের এই আচরণের তীব্র নিন্দা করেন।

আসলে পর্যাপ্ত নিরাপত্তার অভাবেই বিড়ম্বনায় পড়তে হয়েছিল সাকিব আল হাসানকে। যে সংস্থার শোরুমের উদ্বোধনে গিয়েছিলেন সাকিব সেই সংস্থার কর্তাদের পরিকল্পনার অভাব ছিল। শোরুমের বাইরে শত শত ভক্তদের ভিড়। শোরুমের ভিতরে সংবাদ মাধ্যম ছাড়াও সংস্থার কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সংস্থার কর্মীদের সেলফির আবদার মেটাতে মেটাতে হিমশিম খেতে হয় সাকিবকে। ফলে মেজাজ হারানোটাই স্বাভাবিক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!