Advertisement
  • দে । শ
  • এপ্রিল ৮, ২০২৩

বরাক দক্ষিণ আসামে চাপা অসন্তোষ, অনিশ্চিত ছাত্রদের ভবিষ্যত। আলাদা শিক্ষা পর্ষদ গঠনের দাবি তুলল বিডিএফ

আরম্ভ ওয়েব ডেস্ক
বরাক দক্ষিণ আসামে চাপা অসন্তোষ, অনিশ্চিত ছাত্রদের ভবিষ্যত। আলাদা শিক্ষা পর্ষদ গঠনের দাবি তুলল বিডিএফ

বরাক উপত্যকা, ডিমাহাসাও ও কার্বিয়াংলং নিয়ে আলদা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্ষদ গঠনের দাবি উঠল বরাকে। বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট অভিযোগ করেছে, বোর্ড (সেবা) অপদার্থ।তাঁদের ব্যর্থতার জন্য মাধ্যমিকের দুটি পরীক্ষা বাতিল হয়েছে। উদ্বিগ্ন দক্ষিণ অসম ও সংলগ্ন জনজাতি অধ্যুষিত এলাকার ছাত্রছাত্রী ও অভিভাবকরা।

প্রেস বিবৃতিতে ডেমোক্রেটিক ফ্রন্টের আহবায়ক প্রদীপ দত্ত রায় বলেছেন, সেবার (মাধ্যমিক শিক্ষা পর্ষদের) অপদার্থতা প্রশ্নহীন। গড়িমসি আর সিদ্ধান্তহীনতা অসমের, বিশেষ করে বরাক ও জনজাতি অধ্যুষিত অঞ্চলের ছাত্রছাত্রীদের ভবিষ্যতকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। সেবার অদক্ষ ব্যবস্থাপনা থেকে এসব এলাকার ছাত্রছাত্রীদের অবিলম্বে মুক্তি দরকার।বৃহত্তর অসমের সঙ্গে বরাক উপত্যকা ও সংলগ্ন এলাকার ছাত্রছাত্রীদের পঠন পাঠনের পার্থক্য বিস্তর। এজন্য আলাদা বোর্ড গঠন করতে হবে। ১৯৮৬ সালে, আসুর অসম আন্দোলনের মুহুর্তে বরাকের ছাত্রছাত্রীদের দুটি শিক্ষাবর্ষ নষ্ট হয়েছিল। ওই ঘাটতি পূরণ হয়নি।সমস্যা আরো বেড়েছে। এরকম পরিস্থিতির মোকাবিলায় চলতি বাজেট অধিবেশনেই পৃথক বোর্ড গঠনের প্রস্তাব পাশ করতে হবে। দ্বিতীয়ত, বারবার জটিলতা তৈরি হচ্ছে। সেবার তুঘলকি কান্ডের বিরাম নেই। তবু ৮ বছর জুড়ে একই ব্যক্তিকে সেবার চেয়ারম্যান পদে বসিয়ে রাখা হয়েছে। এটা কোন স্বার্থে, কোন কায়েমি মহলের স্বার্থ রক্ষ্যার হেফাজতে? বরাক, কার্বিংলং ও ডিমাসা অঞ্চলের ছাত্রছাত্রীরা ধুঁকছেন। তাঁদের ভবিষ্যৎ অনিশ্চয়তার কবল থেকে রেহাই দিতে হবে। যথাসম্ভব দ্রুত, প্রান্তিক বরাক ও ভাষা সমস্যায় জর্জরিত ডিমাহাসাও ও কার্বিয়াংলং এর জন্য আলাদা বোর্ড ও কাউন্সিল গঠন করতে হবে।

এই দাবি এতদিন সুপ্ত ছিল। এবার প্রকাশ্যে নিয়ে আসতে চাইছেন এককালের আকসা ও সাম্প্রতিকের বিডিএফ নেতৃত্ব।দাবির জনসমর্থনের ভিত এখনো অস্পষ্ট। চাপা থাকবে না। বরাক ও সংশ্লিষ্ট এলাকার সব দলীয় চেতন জড়ো হলেই হাঁক দেবে সমবেত ময়দান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!