- দে । শ
- জুন ৩০, ২০২৩
বছর শেষেই সম্পূর্ণ হবে রাম মন্দিরের নির্মাণ, দ্বারোদ্ঘাটন করেই কি ২০২৪-এর লোকসভা নির্বাচনে নামছেন নরেন্দ্র মোদি !

রাম মন্দিরের দরজা খুলে দিয়েই কি ২০২৪-এর লোকসভা নির্বাচনে নামবে বিজেপি ? রাম মন্দিরের নির্মাণ কাজ শেষ হওয়া নিয়ে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে এই বিষয়টিই স্পষ্ট হয়ে উঠছে।
রাম মন্দির তৈরির কাজ কবে শেষ হবে? এনিয়ে আগ্রহের অন্ত নেই। এবার এই প্রসঙ্গে কিছু তথ্য জানিয়েছেন রামমন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র। তিনি সম্প্রতি বলেছেন, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই রাম মন্দিরের নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। অযোধ্যার করসেবকপুরমে আলাদা করে রামচন্দ্রের মূর্তি খোদাই করে তৈরির কাজও চলছে জোর কদমে।এই রামমন্দির নির্মাণ কমিটিই রাম মন্দিরের নির্মাণ কাজের দেখভালের দায়িত্বে আছে।
রামমন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, “রাম মন্দির নির্মাণ কমিটি দেশবাসীকে যেমন আশ্বাস দিয়েছিল সেই অনুযায়ী ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যেই রাম মন্দিরের নির্মাণ কাজ শেষ হবে।”
রামচন্দ্রের মূর্তি নির্মাণকারী শিল্পীদের তামিলনাড়ু থেকে এসেছেন। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের জেনারেল সেক্রেটারি চম্পট রাই জানিয়েছেন, রামমন্দিরের একতলার ছাদ তৈরি হয়েছে। এখন মেঝে তৈরির কাজ চলছে। ১৬০টি পিলারে মূর্তি খোদাই করার কাজও চলছে দ্রুত গতিতে।
একেকটি পিলারে একটি মূর্তি খোদাই করার জন্য একজন শিল্পীর ৪০-৫০ দিন সময় লাগছে। সেক্ষেত্রে নভেম্বরের মধ্যে কতগুলি মূর্তি করা যাবে সেটা এখন খতিয়ে দেখছে রাম মন্দির নির্মাণ কমিটি। জানা যাচ্ছে একেকটি পিলারে ১৬টি করে মূর্তি থাকবে।
রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময়ই বলা হয়েছিল, রাম মন্দির নির্মাণে সব রাজ্যের প্রতিনিধিত্ব থাকছে। নির্মাণ সামগ্রী বিভিন্ন রাজ্য থেকে নিয়ে আসা হয়েছে। শিল্পীরাও এসেছেন বিভিন্ন রাজ্য থেকে।
তিনজন বিখ্যাত ভাস্কর তৈরি করছেন রামের মূর্তি। মন্দিরের গর্ভগৃহে সবথেকে ভালো রামের মূর্তিটি প্রতিষ্ঠা করা হবে। ২০২৪ সালের জানুয়ারিতে মকর সংক্রান্তির পরে অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন হতে পারে বলে এখনও পর্যন্ত খবর।
কর্ণাটকের শিল্পী গণেশ ভট্ট মূর্তি খোদাই করছেন। কালো পাথরের উপর তিনি মূর্তি খোদাইয়ের কাজ করছেন। রাজস্থানের শিল্পী সত্য নারায়ণ পাণ্ডে সাদা মাকরানা মার্বেল খোদাই করে তৈরি করছেন রামের মূর্তি। আবার মহীশুরের অরুণ যোগরাজও রামের মূর্তি তৈরি করছেন। এক কথায় বলা যায় যুদ্ধকালীন তৎপরতায় রাম মন্দির নির্মাণের কাজ চলছে।
এখন দেখা যাক ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদি রাজ মন্দিরের দরজা খুলে দিয়ে দেশ জয়ে নামেন কি না। কেন না যতদূর জানা যাচ্ছে, এবার লোকসভা নির্বাচনে বিজেপির মূল এজেন্ডা রাম মন্দির।
❤ Support Us