Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ১৮, ২০২৪

কাল থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী বেটন কাপ

আরম্ভ ওয়েব ডেস্ক
কাল থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী বেটন কাপ

কাল থেকে শুরু হচ্ছে বিশ্বের প্রাচীনতম ঐতিহ্যবাহী বেটন কাপ হকি প্রতিযোগিতা। চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। সল্টলেকে সাইয়ের পূর্বাঞ্চল কেন্দ্রের অ্যাস্ট্রোটার্ফে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবছর জাঁকজমকভাবে প্রতিযোগিতা আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য হকি সংস্থা। প্রতিযোগিতার উদ্বোধন করবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ‌‌
এবছর প্রতিযোগিতায় স্থানীয় ও বাইরের মিলিয়ে মোট ২০ দল অংশগ্রহন করছে। বাইরের দলগুলির মধ্যে রয়েছে ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ওএনজিসি, আর্মি একাদশ (‌রেড)‌, ইন্ডিয়ান এয়ার ফোর্স, ওডিশা একাদশ, উত্তরপ্রদেশ একাদশ, কম্পট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল অফ ইন্ডিয়া, অল ইন্ডিয়া এফসিআই, নেভাল টাটা হকি অ্যাকাডেমি, ইনকাম ট্যাক্স তামিলনাড়ু, সেন্ট্রাল সেক্রেটারিয়েট (‌নিউ দিল্লি)‌, সাউথ সেন্ট্রাল রেলওয়ে (‌সেকেন্দ্রাবাদ)‌, কানাড়া ব্যাঙ্ক (‌বেঙ্গালুরু)‌।
কলকাতার বিএনআর, ইস্টার্ন রেল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পোর্ট ট্রাস্ট, পুলিস এসি–র মতো দলগুলিও অংশ নিচ্ছে। এই দলগুলি যোগ্যতা অর্জন পর্বে খেলবে। ১২টি দলকে নিয়ে হবে গ্রুপ লিগ। প্রতিটা গ্রুপে ৩টি দল খেলবে। চারটি গ্রুপের চ্যাম্পিয়ন দল সেমিফাইনালে খেলবে। ২৭ জানুয়ারি দুটি সেমিফাইনালই অনুষ্ঠিত হবে। ফাইনাল হবে ২৮ জানুয়ারি।
বুধবার কলকাতা ময়দানে হকি বেঙ্গলের নব গঠিত তাঁবুতে বেটন কাপের ট্রফির উন্মোচন হয়। হাজির ছিলেন ‌হকি বেঙ্গলের চেয়ারম্যান অলিম্পিয়ান গুরবক্স সিং, অলিম্পিয়ান ভেস পেজ, হকি বেঙ্গলের সভাপতি স্বপন ব্যানার্জি প্রমুখ। নতুন মোড়কে বেটন কাপের আয়োজনকে স্বাগত অলিম্পিয়ান গুরবক্স সিং। বাংলা থেকে নতুন প্রতিভা তুলে নিয়ে আসার জন্য আকাডেমি তৈরি করার পরিকল্পনা করেছে হকি বেঙ্গল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!