- Uncategorized মা | ঠে-ম | য় | দা | নে
- জুলাই ৩, ২০২৩
ট্র্যাজিক হিরো বেন স্টোকস, অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও হার ইংল্যান্ডের।২–০ এগিয়ে অস্ট্রেলিয়া
অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে রূপকথার নায়ক হয়ে উঠেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। দুরন্ত ব্যাটিং করে দলকে জিতিয়েছিলেন। দ্বিতীয় টেস্টে রূপকথার নায়ক হওয়ার সুযোগ ছিল ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসেরও। কিন্তু শেষ পর্যন্ত ট্র্যাজিক হিরো হয়েই থেকে যেতে হয়েছে। দুরন্ত ইনিংস খেলেও লর্ডসে দলকে জেতাতে পারেননি বেন স্টোকস। তবে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে তিনিই ‘লর্ড’। বেন স্টোকসের অতিমানবীয় সেঞ্চুরি সত্ত্বেও ৪৩ রানে জিতে অ্যাশেজে ২–০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
লর্ডসে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তুলেছিল ৪১৬। জবাবে ৩২৫ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ২৭৯ তোলে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৭১। শেষ পর্যন্ত ৩২৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল ৪ উইকেট ১১৪ রান। ৬৭ বলে ৫০ রানে ক্রিজে ছিলেন বেন ডাকেট। ৬৬ বলে ২৯ রানে অপরাজিত ছিলেন বেন স্টোকস। পঞ্চম দিন ৮৩ রান করে আউট হন ডাকেট।
ডাকেট আউট হওয়ার পর জনি বেয়ারস্টোর তাকিয়ে ছিল ইংল্যান্ড। কিন্তু তিনি বিতর্কিতভাবে আউট হন। ক্যামেরন গ্রিনের বাউন্সার ছেড়ে দেন। বল অস্ট্রেলিয়ার উইকেটকিপারের হাতে যায়। বেয়ারস্টো ভেবেছিলেন ডেড বল। তিনি ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন। বেয়ারস্টোকে স্টাম্প করে দেন অ্যালেক্স ক্যারে। ১০ রান করে আউট হন। এরপর লড়াই শুরু স্টোকসের। বীরের মতো লড়াই করেন। কিন্তু দলকে জেতাতে পারেননি। ২১৪ বলে ১৫৫ রান করে তিনি আউট হন। স্টোকস যখন আউট হন ইল্যান্ডের রান ৩০১। বাকি ব্যাটাররা দলকে জেতাতে পারেননি।
❤ Support Us








