Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ২২, ২০২৪

রাঁচির পিচ নিয়ে অসন্তুষ্ট স্টোকস।সমতা ফেরানোর লড়াইয়ে ইংল্যান্ড দলে জোড়া পরিবর্তন

আরম্ভ ওয়েব ডেস্ক
রাঁচির পিচ নিয়ে অসন্তুষ্ট স্টোকস।সমতা ফেরানোর লড়াইয়ে ইংল্যান্ড দলে জোড়া পরিবর্তন

শুক্রবার থেকে রাঁচিতে শুরু হচ্ছে ভারত–ইংল্যান্ড চতুর্থ টেস্ট। এই মুহূর্তে সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। ইংল্যান্ডের কাছে সিরিজে সমতা ফেরানোর লড়াই। সিরিজ বাঁচানোর ম্যাচে প্রথম একাদশে জোড়া পরিবর্তন করে নামছে ইংল্যান্ড। মার্ক উডের পরিবর্তে প্রথম একাদশে ঢুকছেন অলি রবিনসন। রেহান আমেদের জায়গায় শোয়েব বশির।
চলতি সিরিজে একেবারেই ফর্মে নেই ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। ৬ ইনিংসে সংগ্রহ মাত্র ১০২ রান। প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুক থেকে অনেকেই বেয়ারস্টোকে প্রথম একাদশের বাইরে রাখার পরামর্শ দিয়েছিলেন ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টকে। কুকের পরামর্শ ছিল, বেয়ারস্টোর পরিবর্তে ড্যান লরেন্সকে খেলানোর। তাহলে অলরাউন্ডারের অভাব পূরণ হত। লরেন্স ব্যাটিংয়ের পাশাপাশি অফস্পিন বোলিংও করতে পারেন।

যদিও ম্যাকালাম–স্টোকসরা দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার বেয়ারস্টোর ওপর ভরসা রেখেছেন। রাঁচি টেস্টে ইংল্যান্ড দুই স্বীকৃত স্পিনার টম হার্টলি ও শোয়েব বশিরকে নিয়ে মাঠে নামছে। তৃতীয় স্পিনারের দায়িত্ব সামলাবেন জো রুট। আর দুই জোরে বোলার জিমি অ্যান্ডারসন ও অলি রবিনসন। অ্যান্ডারসনকেও বিশ্রাম দেওয়ার ভাবনা মাথায় ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই রাস্তায় হাঁটেনি ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। দীর্ঘদিন পর রাঁচি টেস্টে বল হাতে দেখা যেতে পারে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে। তিনি নেটে দীর্ঘক্ষণ বোলিং করেছেন।‌

এদিকে, রাঁচির বাইশ গজ দেখে বিরক্ত ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ম্যাচের আগের দিন তিনি বলেন, ‘‌এমন পিচ আগে দেখিনি। ড্রেসিংরুম থেকে দেখলে মনে হচ্ছে পিচে ঘাসের আস্তরণ রয়েছে। কিন্তু কাছে গেলে ফাটল লক্ষ্য করা যাচ্ছে। পিচের বাঁধুনি তেমন ভালো নয়। বেশ ঝুরঝুরে। উইকেটের এক প্রান্তে ডানহাতি ব্যাটারের অফ স্টাম্পের বাইরে, অপর প্রান্তে বাঁহাতি ব্যাটারের অফ স্টাম্পের বাইরে ফাটল রয়েছে।’‌

রাঁচি টেস্টে ইংল্যান্ডের প্রথম একাদশ:‌  জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, টম হার্টলি, অলি রবিনসন, জেমস অ্যান্ডারসন, শোয়েব বশির।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!