- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ৩, ২০২৪
কাজে ব্যাঘাত ঘটানোর অভিযোগ, রূপা গাঙ্গুলিকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে গেল পুলিশ

বাঁশদ্রোনীতে ছাত্রমৃত্যুতে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সারারাত বাঁশদ্রোনী থানার সামনে ধর্নায় বসেছিলেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি। সকাল হতেই তাঁকে গ্রেফতার করে বাঁশদ্রোনী থানার পুলিশ। গ্রেফতার করে সকাল ১০টা নাগাদ রূপা গাঙ্গুলিকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে।
বুধবার রাত থেকেই থানায় ধর্নায় বসেছিলেন রূপা গাঙ্গুলি। তিনি জানিয়েছিলেন, যতদিন না অভিযুক্তদের গ্রেফতার করা হবে, ততদিন তিনি থানায় বসে থাকবেন। বৃহস্পতিবার সকালেও থানায় বসে বাঁশদ্রোণীর ঘটনায় পুলিশের ওপর ক্ষোভ উগরে দেন তিনি। এরপরই পুলিশের কাজে ব্যাঘাত ঘটানোর অভিযোগে এদিন সকাল ১০টা নাগাদ রূপা গাঙ্গুলিকে লালবাজারে নিয়ে যাওয়া হয়। গ্রেফতার হওয়ার পর তিনি বলেন, ‘আমি কেন্দ্রীয় নিরাপত্তা পাই। নিরাপত্তা ছাড়া আমাকে এভাবে নিয়ে যাওয়া যায় না। সারা রাত শৌচাগার ব্যবহারও করতে দেওয়া হয়নি।’ পুলিশ গাড়িতে তুলে লালবাজারে নিয়ে যাওয়ার সময় বাথরুমে যেতে চান রূপা গাঙ্গুলি। পুলিশ তাঁর আবেদনে কর্ণপাত করেনি। এমনকী থানা থেকে তাঁকে ব্যাগও নিতে দেওয়া হয়নি।
বেহাল রাস্তায় পে লোডারের ধাক্কায় এক স্কুল ছাত্রের মৃত্যুতে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে বাঁশদ্রোণী। পাটুলি থানার ওসি ঘটনাস্থলে গেলে তাঁকে ৭ ঘণ্টা ঘেরাও করে রাখেন স্থানীয় বাসিন্দারা। পাটুলি থানার ওসিকে আটকে রেখে বিক্ষোভ চলে। পরে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রদীপ ঘোষালও বিক্ষোভের মুখে পড়েন। বিকালে কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ) বিদিশা কলিতা দাশগুপ্ত ঘটনাস্থলে গিয়ে ধরপাকড় শুরু করেন। পুলিশকে হেনস্থার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়। রুবি মণ্ডল নামে স্থানীয় এক বিজেপি নেত্রীকেও গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মুক্তির দাবিতে বাঁশদ্রোনী থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। ধর্নায় বসেন নেত্রী রূপা গাঙ্গুলিও। রাতভর সেখানেই ছিলেন তিনি। সকালে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
রূপা গাঙ্গুলির গ্রেফতারির তীব্র নিন্দা করেছেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘রাজ্যে স্বৈরতন্ত্র চলছে। শাসক কোনও প্রতিবাদ সহ্য করতে পারছে না। তৃণমূল নিজের শেষ দেখতে পাচ্ছে। তাই বেপরোয়া হয়ে উঠেছে তারা। বিজেপির রাজ্য মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘রুপা গাঙ্গুলি বাঁশদ্রোণীর ঘটনায় প্রতিবাদ জানিয়ে থানায় ধর্নায় বসেছিলেন। তৃণমূল সরকার সমালোচনা সহ্য করতে না পেরে রূপা গাঙ্গুলিকে গ্রেফতার করেছে।’
❤ Support Us